সাইপ্রাসের প্রেসিডেন্ট মাননীয় মি. নিকোস ক্রিস্টোডাউলিসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫-১৬ জুন সরকারি সফরে সাইপ্রাস যাচ্ছেন। বিগত দুই দশকের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাস সফর করবেন। নিকোসিয়ায় প্রধানমন্ত্রী সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন এবং লিমাসোলে বাণিজ্যিক নেতৃবৃন্দের সামনে বক্তব্য রাখবেন।
এরপর কানাডার প্রধানমন্ত্রী মাননীয় মি. মার্ক কার্নির আমন্ত্রণে ১৬-১৭ জুন প্রধানমন্ত্রী তাঁর কানাডা সফর করবেন। সেখানে তিনি কানানাস্কিস-এ জি-৭ শীর্ষ বৈঠকে যোগ দেবেন। এ নিয়ে পর পর ৬ বার শ্রী মোদী এই বৈঠকে যোগ দিতে চলেছেন। এই বৈঠকে যোগদানকারি অন্যান্য দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে শক্তি সুরক্ষা, প্রযুক্তি এবং উদ্ভাবন সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
তাঁর সফরের শেষ পর্বে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী মাননীয় মি. আন্ড্রেজ প্লেনকোভিক-এর আমন্ত্রণে ১৮ জুন ক্রোয়েশিয়া সফর করবেন। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া সফর করতে চলেছেন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক হতে চলেছে।


