প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিট- ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয়- 'আমাদের সাধারণ ভবিষ্যতের নতুন সংজ্ঞা: সবার জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ।'
এই শীর্ষ সম্মেলনে গায়ানা কোঅপারেটিভ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলি, পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপি, মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদ, রাষ্ট্রপুঞ্জের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহম্মদ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর উপস্থিত থাকবেন।
এনার্জি এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ২০-তম সংস্করণ হিসেবে বিশ্ব সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিট ১০ থেকে ১২ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত হবে। এই শীর্ষ সম্মেলনে বিভিন্ন রাষ্ট্র প্রধানরা ছাড়াও ব্যবসায়িক নেতৃত্ব, শিক্ষাবিদ, জলবায়ু বিশেষজ্ঞ, যুব সহ জনসমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। মূলত পরিবেশ, জলবায়ু, বায়ু দূষণ প্রভৃতি বিষয় গুলি শীর্ষ সম্মেলনে আলোচনা করা হবে।


