প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ই ফেব্রুয়ারী বিকেল ৪টে ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তামিলনাডুতে তেল ও গ্যাস ক্ষেত্রের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী রামানাথপুরম – থুঠুকুড়ি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন ও মানালিতে অবস্থিত চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের গ্যাসোলিন ডিসালফারাইরেজেশন ইউনিটটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি নাগাপট্টিনমে কাবেরী উপত্যাকা সংশোধনাগারের শিলান্যাসও করবেন। এই প্রকল্পগুলি দেশের আর্থ - সামাজিক উন্নয়ন ঘটাবে। দেশ, জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাবে। তামিলনাডুর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রকল্পগুলি সম্পর্কে –


এন্নোড় – থিরুভল্লুর – বেঙ্গালুরু – পুডুচেরী – নাগাপট্টিনম – মাদুরাই – তুতিকোরিন প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের ১৪৩ কিলোমিটার দীর্ঘ রামানাথপুরম – থুঠুকুড়ি শাখায় পাইপ বসাতে ৭০০ কোটি টাকা খরচ হয়েছে। এর সাহায্যে ওএনজিসি গ্যাস ক্ষেত্রগুলি থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে বিভিন্ন শিল্প সংস্থা ও বাণিজ্যিক উপভোক্তাদের সরবরাহ করবে।


মানালির চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (সিপিসিএল) –এর গ্যাসোলিন ডিসালফারাইজেশন ইউনিটটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০০ কোটি টাকা। এখান থেকে ৮ পিপিএম -এর কম সালফার যুক্ত পরিবেশ বান্ধব গ্যাসোলিন উৎপাদিত হবে। এর ফলে সালফার নিঃসরণের হার কমবে এবং স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে সুবিধা হবে।


নাগাপট্টিনমে কাবেরী উপত্যকায় শোধনাগার গড়ে তোলা হবে। এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং সিপিসিএল যৌথভাবে নির্মাণ করবে। এখান থেকে বছরে ৯০ লক্ষ মেট্রিক টন জ্বালানী উৎপাদন করা যাবে। পুরো প্রকল্প নির্মাণে ব্যয় হবে ৩১,৫০০ কোটি টাকা। এই শোধনাগার থেকে বিএস – ৬ মানের মোটর স্পিরিট ও ডিজেল ছাড়াও পলিপ্রোপিলিন উৎপাদিত হবে।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India's electronics exports hit 24-month high at $3.58 billion in December 2024

Media Coverage

India's electronics exports hit 24-month high at $3.58 billion in December 2024
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 15 জানুয়ারি 2025
January 15, 2025

Appreciation for PM Modi’s Efforts to Ensure Country’s Development Coupled with Civilizational Connect