মাননীয়গণ,
প্রযুক্তি দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু এর সুযোগ-সুবিধা এবং সম্পদ কিছু মুষ্ঠিমেয় মানুষের হাতে সীমাবদ্ধ হয়ে পড়ছে। বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে। মানুষের পক্ষে এটি অত্যন্ত উদ্বেগের এবং উদ্ভাবনের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের অবশ্যই প্রযুক্তিকে মানবকেন্দ্রিক করে তুলতে হবে। ভারত তার সমস্ত প্রযুক্তির ক্ষেত্রে এই ভাবনাকে কার্যকর করছে। এই কারণে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত আজ শীর্ষ স্থানে উঠে এসেছে। মহাকাশ প্রযুক্তি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই আমরা ইতিবাচক মনোভাব গ্রহণ করেছি। আমরা উচ্চমানের কম্পিউটার তৈরি করছি, যাতে এআই-এর সুযোগ-সুবিধা প্রতিটি জেলায় এবং প্রতিটি ভাষায় পৌঁছে দেওয়া যায়।
একই সঙ্গে আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে, বিশ্বের মঙ্গলের জন্য এআই-কে ব্যবহার করা হবে, এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে। এর জন্য আমাদের একজোট হতে হবে এবং সুনির্দিষ্ট মৌলিক নীতি প্রণয়ন করতে হবে। ফেব্রুয়ারি ২০২৬-এ আমরা এআই-এর প্রভাব নিয়ে একটি শীর্ষ বৈঠকের আয়োজন করতে চলেছি। এই বৈঠকে যোগদানের জন্য জি-২০ গোষ্ঠীভুক্ত সমস্ত দেশগুলিকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের স্পষ্ট বার্তা হল :

• উন্নয়ন অবশ্যই সুস্থিতিশীল হবে,
• বাণিজ্য বিশ্বাসযোগ্য হয়ে উঠবে,
• আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে,
এবং
* অগ্রগতি সকলের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধি সুনিশ্চিত করবে।
একমাত্র তখনই সকলের জন্য সুন্দর এবং যথার্থ ভবিষ্যৎ গড়ে তোলা যেতে পারে।

আপনাদের ধন্যবাদ।


