Under this campaign our team of scientists will go from lab to land providing information about modern agriculture to farmers with all the data to help the farmers before the season starts: PM
This campaign resolves to make Indian agriculture the mainstay of Viksit Bharat: PM
India must not only fulfill its own needs but also emerge as a global food supplier: PM
Viksit Krishi Sankalp Abhiyan will open new avenues of progress for farmers driving modernization in agriculture: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত কৃষি সংকল্প অভিযানে ভাষণ দিয়েছেন। এই অনুষ্ঠানে তিনি বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনাকে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং কৃষি উন্নয়নে সহায়তা করার এক অনন্য প্রয়াস বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে খরিফ মরশুমের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১২ থেকে ১৫ দিনের মধ্যে বিজ্ঞানী, বিশেষজ্ঞ, আধিকারিক ও প্রগতিশীল কৃষকদের সম্বন্বয়ে গঠিত ২০০০টি দল ৭০০-র বেশি জেলা ঘুরবে এবং গ্রামের লক্ষ লক্ষ কৃষকদের কাছে পৌঁছে যাবে। ভারতের কৃষিক্ষেত্রকে শক্তিশালী করার জন্য তারা যে নিরলস প্রয়াস দেখিয়েছেন তার স্বীকৃতিস্বরূপ সকল কৃষক এবং এই দলে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। 

প্রতিটি রাজ্যই কৃষকদের কল্যাণের জন্য নীতি প্রণয়ন করেছে ও উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দ্রুত পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে ভারতের কৃষিক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, ভারতের কৃষকরা রেকর্ড ফসল উৎপাদন করেছে, শস্যের মজুতের লক্ষ্য পূরণ করেছেন, তবে বাজার পরিকাঠামো এবং উপভোক্তাদের পছন্দ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। রাজ্য এবং কৃষকদের সহযোগিতায় কৃষি ব্যবস্থায় আধুনিকীকরণ অপরিহার্য বলে জানান তিনি। শ্রী মোদী বলেন, এই অভিযানের আওতায় বৈজ্ঞানিক দলগুলি পরীক্ষাগার থেকে ক্ষেত্রীয় পর্যায়ে পৌঁছে যাবে এবং কৃষিকাজ সম্পর্কিত উন্নত ধ্যানধারণা তুলে ধরবে। এই দলগুলি খরিফ মরশুম শুরু হওয়ার আগে কৃষকদের সহায়তার জন্য প্রস্তুত থাকবে বলে প্রধানমন্ত্রী জানান। 

কয়েক দশক ধরে ভারতের কৃষি বিজ্ঞানীদের উল্লেখযোগ্য গবেষণার অগ্রগতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এরফলে কৃষিক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী প্রগতিশীল কৃষকদের প্রশংসা করেন। তারা নতুন নতুন কৌশল ব্যবহার করে কৃষিক্ষেত্রে সাফল্য লাভ করেছেন বলে জানান তিনি। বৈজ্ঞানিক গবেষণা এবং সফল কৃষি পদ্ধতিগুলি বৃহত্তর কৃষক সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়ে শ্রী মোদী বলেন, এই প্রয়াস অব্যাহত থাকলেও এখন পুনর্নবীকরণযোগ্য শক্তির সঙ্গে এধরনের উদ্যোগগুলিকে ত্বরান্বিত করার প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “বিকশিত কৃষি সংকল্প অভিযান এই ধরনের জ্ঞানের ব্যবধান পূরণের জন্য একটি মূল্যবান সুযোগ করে দিয়েছে, কৃষকদের অত্যাধুনিক কৃষিসংক্রান্ত দৃষ্টিভঙ্গি থেকে উপকৃত হতে সাহায্য করেছে।” 

শ্রী মোদী বলেন, বিকশিত ভারতের জন্য ভারতের কৃষিক্ষেত্রকেও বিকশিত হতে হবে। কৃষিক্ষেত্রে পরিবর্তনের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা এবং দেশের চাহিদার সঙ্গে ফসল উৎপাদনে সম্বন্বয় সাধন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, “ভারতকে কেবল তার নিজস্ব চাহিদা পূরণ করলে হবে না, একইসঙ্গে বিশ্বব্যপী খাদ্য সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হতে হবে।” জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলি মোকাবিলা, ন্যূনতম জল ব্যবহার করে অধিক শস্য উৎপাদন, ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার থেকে মাটির স্বাস্থ্য রক্ষা করা, কৃষিক্ষেত্রে প্রযুক্তির আধুনিকীকরণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে ক্ষেত্রীয় পর্যায়ে পৌঁছে দেওয়া অপরিহার্য বলে জানান প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, গত ১০-১১ বছর ধরে সরকার এই ক্ষেত্রগুলিতে একাধিক প্রয়াস নিয়েছে। কৃষকরা যাতে আধুনিক কৃষি ব্যবস্থা সম্পর্কে সুপরিচিত হন তারজন্য সচেতন করে তুলতে এই প্রচার অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের আহ্বান জানান তিনি।  

পরম্পরাগত কৃষি কাজের বাইরে কৃষকদের অতিরিক্ত আয়ের উৎসের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের জন্য সুযোগ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। কৃষি জমির সীমানায় সৌর প্যানেল বসানো হয়েছে, যাতে কৃষকরা অতিরিক্ত লাভ করতে পারেন। মৌমাছি পালনকারী কৃষকদের জন্য মিষ্টি বিপ্লবের প্রভাবের কথা উল্লেখ করেন তিনি। কৃষিকাজে অবশিষ্টাংশকে শক্তিতেও রূপান্তরিত করা এবং বর্জ্যকে সম্পদে পরিবর্তন করার প্রয়োজনীতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। ‘শ্রী অন্ন’ চাষের জন্য উপযুক্ত ক্ষেত্র চিহ্নিত করা এবং কৃষিপণ্যের মূল্য সংযোজন বৃদ্ধির তাৎপর্য তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, গোবর্ধন যোজনার মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে। 

“ভারতের কৃষিক্ষেত্রকে উন্নত ভারতের ভিত্তিপ্রস্তর হতে হবে” বলে উল্লেখ করে এই মিশনের গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি এই পরিদর্শনকারী বিজ্ঞানীদের সঙ্গে কৃষকদের সক্রিয়ভাবে যুক্ত  হওয়ার আহ্বান জানান। এই মিশনের তাৎপর্য বুঝে বিজ্ঞানী এবং আধিকারিকদের নিয়মিত সরকারি কাজের বাইরে বেরিয়ে এসে দেশসেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কৃষকদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মূল্যবান পরামর্শ দেওয়ার কথাও বলেন তিনি। “বিকশিত কৃষি সংকল্প অভিযান ভারতের কৃষকদের জন্য অগ্রগতির নতুন পথ খুলে দেবে, কৃষিক্ষেত্রকে আধুনিক করে তুলবে” বলে উল্লেখ করেন শ্রী মোদী এবং সকল অংশীদারদের শুভেচ্ছা জানান।  

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi pitches India as stable investment destination amid global turbulence

Media Coverage

PM Modi pitches India as stable investment destination amid global turbulence
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 জানুয়ারি 2026
January 12, 2026

India's Reforms Express Accelerates: Economy Booms, Diplomacy Soars, Heritage Shines Under PM Modi