Bhupen Da's music united India and inspired generations: PM
Bhupen Da's life reflected the spirit of 'Ek Bharat, Shreshtha Bharat': PM
Bhupen Da always gave voice to India's unity: PM
Bharat Ratna for Bhupen Da reflects our government's commitment to the North East: PM
Cultural connectivity is vital for national unity: PM
New India will never compromise on its security or dignity: PM
Let us be brand ambassadors of Vocal for Local, Let us take pride in our Swadeshi products: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের গুয়াহাটিতে ভারত রত্ন ডঃ ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভাষণ দেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আজ একটি উল্লেখযোগ্য দিন। পাশাপাশি ভূপেন হাজারিকার সঙ্গীত জীবনের কথা তুলে ধরে শ্রী মোদী আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করেন।

 

শ্রী মোদী বলেন, মাত্র কয়েকদিন আগে ৮ সেপ্টেম্বর ভূপেন হাজারিকা জি-র জন্মশতবর্ষ উদযাপিত হয়েছে। সেদিন ভূপেনদাকে সম্মান জানিয়ে তিনি একটি আবেগঘন নিবন্ধ লিখেছিলেন। শ্রী মোদী বলেন, ভূপেনদা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর সঙ্গীত এবং কণ্ঠস্বর ভারতের উন্নয়ন যাত্রার সাক্ষ্য হয়ে থাকবে এবং একে শক্তিশালী করবে। অনুষ্ঠানে ভূপেন হাজারিকার একটি আত্মজীবনী প্রকাশ করা হয়। শ্রী মোদী বলেন, সঙ্গীতের সেবায় ভূপেন হাজারিকা জি তাঁর জীবন উৎসর্গ করেছেন। সেইসঙ্গে তিনি বলেন, সঙ্গীত যখন আধ্যাত্মিক অনুশীলনের একটি ধারা হয়ে ওঠে, তখন তা আত্মাকে ছুঁয়ে যায়, যেমনটি দেখা গেছে ভূপেনদার গানের ক্ষেত্রে। শ্রী মোদী বলেন, ভূপেনদা জন্মেছিলেন উত্তরপূর্ব ভারতে এবং ব্রহ্মপুত্রের পবিত্র ধারা তাঁকে সঙ্গীত শিক্ষা দিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, পিএইচডি-র জন্য আমেরিকায় যাওয়া থেকে শুরু করে জীবনের প্রতিটি পর্বে ভূপেনদা একজন প্রকৃত সন্তান হিসেবে আসামের মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছেন। ভূপেন হাজারিকাকে ভারতের ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে চিহ্নিত করে শ্রী মোদী বলেন, কয়েক দশক আগে উত্তরপূর্বে যখন হিংসা এবং বিচ্ছিন্নতাবাদ ছড়িয়ে পড়েছিল, তখন ভারতের ঐক্যের পক্ষে ক্রমাগত সরব হন ভূপেনদা। ভূপেনদার গানের কয়েকটি লাইন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন তাঁর গান গাই, তখন আসামের বৈচিত্র্য, শক্তি এবং সম্ভাবনা নিয়ে আমরা গর্ববোধ করি।

 

প্রধানমন্ত্রী বলেন, ভূপেনদা অরুণাচল প্রদেশকেও ভালোবাসতেন। একজন প্রকৃত দেশপ্রেমিকের মতই ছিল তাঁর সঙ্গীত সাধনা এবং ভূপেনদাকে ভারতরত্ন প্রদানের মাধ্যমে সরকার উত্তরপূর্বের আশা-আকাঙ্ক্ষা ও গর্বকে সম্মান জানিয়েছে। আসাম ও অরুণাচল প্রদেশের মধ্যে সংযোগকারী দেশের অন্যতম দীর্ঘ সেতুর নামকরণ করা হয়েছে ভূপেন হাজারিকার নামেই। প্রধানমন্ত্রী বলেন, আসাম এবং উত্তরপূর্ব ভারত দ্রুত গতিতে এগোচ্ছে এবং উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন নজির সৃষ্টি করছে। 

 

ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যে আসাম এবং উত্তরপূর্বের উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, ভারতমাতাকে রক্ষার জন্য এই অঞ্চলের মানুষের বলিদান অনস্বীকার্য। তিনি স্মৃতিচারণ করে বলেন, ১৯৬২ সালে যুদ্ধের সময় আসাম সরাসরি লড়াইয়ের সাক্ষী হয়েছিল এবং সেই সময় ভূপেনদা তাঁর সঙ্গীতের মাধ্যমে দেশের অঙ্গীকারকে তুলে ধরেছিলেন। 

 

অপারেশন সিঁদুরের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিয়েছে ভারত এবং ভারতের এই শক্তি গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে। শ্রী মোদী বলেন, নতুন ভারত কোনও অবস্থাতেই দেশের সুরক্ষা নিয়ে আপস করবে না। আসামের সংস্কৃতিকে উল্লেখযোগ্য এবং অনন্যসাধারণ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসামের সংস্কৃতি, মর্যাদা এবং অস্মিতার মধ্যে নিহিত রয়েছে প্রভূত সম্ভাবনা।

 

স্থানীয়ভাবে তৈরি পণ্য কেনার জন্য আসামের মানুষের কাছে আবেদন জানান প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি সরকারের ‘ভোকাল ফর লোকাল’ শ্লোগানের কথা উল্লেখ করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, মাত্র ১৩ বছর বয়সে ভূপেনদা একটি গান লিখেছিলেন, যেখানে নতুন ভারত গড়ার অঙ্গীকারকে তুলে ধরা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, ভূপেনদা যে নূতন ভারতের স্বপ্ন দেখেছিলেন, এখন তা দেশের সম্মিলিত অঙ্গীকার হয়ে উঠেছে। ২০৪৭-এর মধ্যে উন্নত ভারতের লক্ষ্যপূরণে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই মিশনে প্রেরণা জোগাবে ভূপেনদার গান এবং তাঁর জীবন। 

 

শ্রী মোদী দেশের ঐক্যের ক্ষেত্রে রেল, সড়ক ও বিমান যোগাযোগের গুরুত্বের কথা তুলে ধরেন।

 

অনুষ্ঠানে আসামের রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্য, আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্বশর্মা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডু, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।  

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
WEF Davos: Industry leaders, policymakers highlight India's transformation, future potential

Media Coverage

WEF Davos: Industry leaders, policymakers highlight India's transformation, future potential
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 20 জানুয়ারি 2026
January 20, 2026

Viksit Bharat in Motion: PM Modi's Reforms Deliver Jobs, Growth & Global Respect