Prime Minister prays for the happiness and wellbeing of all citizens

মহাঅষ্টমীর শুভ উপলক্ষে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দুর্গাপূজা উদযাপনে অংশ নিতে দিল্লির চিত্তরঞ্জন পার্ক পরিদর্শন করেছেন।

 

শ্রী মোদী বলেন যে চিত্তরঞ্জন পার্ক বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য ব্যাপকভাবে পরিচিত। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সেখানকার উদযাপন প্রকৃত অর্থে আমাদের সমাজের ঐক্য এবং সাংস্কৃতিক প্রাণময়তার চেতনাকে প্রতিফলিত করে।

 

প্রধানমন্ত্রী সেখানে সকল নাগরিকের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনাও করেছেন।

 

প্রধানমন্ত্রী চিত্তরঞ্জন পার্ক দুর্গাপূজা উদযাপনের কিছু গুরুত্বপূর্ণ অংশ শেয়ার করে বলেছেন: দিল্লিতে একটি অত্যন্ত স্মরণীয় দুর্গাপূজা উদযাপনের কিছু গুরুত্বপূর্ণ অংশ! চারদিকে আনন্দ ও সমৃদ্ধি বিরাজ করুক...

 

প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেনঃ

 

 “আজ মহা অষ্টমীর পুণ্যদিনে, আমি দিল্লীর চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক, বাঙালী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ ও কল্যাণের জন্যে প্রার্থনা করেছি আমি।”

 

“আজ মহা অষ্টমীর পুণ্যদিনে, আমি দিল্লীর চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক, বাঙালী সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ ও কল্যানের জন্যে প্রার্থনা করেছি আমি।”

 

“Highlights from the celebration, stating: “Highlights from a very memorable Durga Puja celebration in Delhi! May there be joy and prosperity all around….” 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Republic Day sales see fastest growth in five years on GST cuts, wedding demand

Media Coverage

Republic Day sales see fastest growth in five years on GST cuts, wedding demand
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 27 জানুয়ারি 2026
January 27, 2026

India Rising: Historic EU Ties, Modern Infrastructure, and Empowered Citizens Mark PM Modi's Vision