প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ সাক্ষাৎ করেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পদাধিকারীরা। শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে শ্রী মোদীকে তাঁরা আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমি অত্যন্ত আশীর্বাদধন্য। আমার জীবনে এটি সৌভাগ্যের ঘটনা। ঐতিহাসিক এই অনুষ্ঠানের সাক্ষী থাকব আমি।”
এক্স হ্যান্ডেল প্রধানমন্ত্রী লিখেছেন :
“জয় সিয়ারাম!
আজকের দিনটি অত্যন্ত আনন্দে ভরে উঠেছে। আমার বাসভবনে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পদাধিকারীরা সাক্ষাৎ করতে এসেছিলেন। অযোধ্যায় শ্রীরাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাওয়ার জন্য তাঁরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।
এর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের যে, নিজের জীবনকালে এই ধরনের একটি ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে পারছি।”
जय सियाराम!
— Narendra Modi (@narendramodi) October 25, 2023
आज का दिन बहुत भावनाओं से भरा हुआ है। अभी श्रीराम जन्मभूमि तीर्थ क्षेत्र ट्रस्ट के पदाधिकारी मुझसे मेरे निवास स्थान पर मिलने आए थे। उन्होंने मुझे श्रीराम मंदिर में प्राण-प्रतिष्ठा के अवसर पर अयोध्या आने के लिए निमंत्रित किया है।
मैं खुद को बहुत धन्य महसूस कर रहा… pic.twitter.com/rc801AraIn


