প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সেমিকন ইন্ডিয়া ২০২৫ চলাকালীন কথা বলেছেন শীর্ষস্থানীয় সিইওদের সঙ্গে। শ্রী মোদী বলেছেন, “আমি এই ক্ষেত্রে ভারতের নিরবচ্ছিন্ন প্রয়াসের বিষয়ে কথা বলেছি, যার মধ্যে আছে শক্তিশালী পরিকাঠামো নির্মাণ এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনের বিষয়গুলিও” ।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন,
“আজ একটু আগে সেমিকন ইন্ডিয়া ২০২৫ চলাকালীন সেমিকন্ডাক্টর বিশ্বের শীর্ষস্থানীয় সিইওদের সঙ্গে কথা বললাম। ভারতের সম্ভাবনার ওপর তাঁদের আস্থা প্রকাশ পেল এবং সেমিকন্ডাক্টর উদ্ভাবন এবং উৎপাদনের জন্য বিশ্ব তালুক হিসেবে ভারতের ওপর তাঁরা বড়সড় বাজি রাখছেন। আমি এই ক্ষেত্রে ভারতের নিরবচ্ছিন্ন প্রয়াসের বিষয়ে কথা বলেছি, যার মধ্যে আছে শক্তিশালী পরিকাঠামো নির্মাণ এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবনের বিষয়গুলিও”।
Earlier today, interacted with leading CEOs from the world of semiconductors during SEMICON India 2025. Their confidence in India’s potential is evident and they are betting big on India as a global hub for semiconductor innovation and manufacturing. I talked about India's… pic.twitter.com/9Eba4xyLRI
— Narendra Modi (@narendramodi) September 3, 2025


