প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের প্রেসিডেন্ট মাননীয় এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
অর্থনৈতিক, প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে তাঁদের মধ্যে কথা হয়। হরাইজন ২০৪৭ রোডম্যাপ, ভারত-প্রশান্ত মহাসাগরীয় রোডম্যাপ এবং প্রতিরক্ষা শিল্প রোডম্যাপের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার ওপর জোর দেন তাঁরা।
ইউক্রেনে সংঘর্ষ থামানো নিয়েও তাঁরা মত বিনিময় করেন। সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান এবং দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফেরানো নিয়ে ভারতের ধারাবাহিক অবস্থানের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী মোদী।
আগামী বছরের ফেব্রুয়ারিতে এআই ইমপ্যাক্ট সামিটে যোগদানের জন্য আমন্ত্রণ গ্রহণ করায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী।
বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে নিয়মিত যোগাযোগ রাখা এবং মিলিতভাবে কাজ করার ব্যাপারে দুই নেতা একমত হন।
Had a very good conversation with President Macron. We reviewed and positively assessed the progress in bilateral cooperation in various areas. Exchanged views on international and regional issues, including efforts for bringing an early end to the conflict in Ukraine. The…
— Narendra Modi (@narendramodi) September 6, 2025


