প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হানুক্কাহ উপলক্ষ্যে ইজ্রায়েলের প্রধানমন্ত্রী মিঃ নাফতালি বেনেট, ঐ দেশবাসী ও বিশ্বের নানা প্রান্তে থাকা ইহুদী ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“ আট দিন ব্যাপী আলোর উৎসব উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী@naftalibennett, ইজ্রায়েলের বন্ধুভাবাপন্ন জনসাধারণ এবং বিশ্বজুড়ে ইহুদী ধর্মাবলম্বীদের হানুক্কাহ সামেচ।“
Hanukkah Sameach Prime Minister @naftalibennett, to you and to the friendly people of Israel, and the Jewish people around the world observing the 8-day festival of lights.
— Narendra Modi (@narendramodi) November 28, 2021


