জীবনধারণ ও ব্যবসার স্বাচ্ছন্দ্য এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রসারের লক্ষ্যে পরবর্তী প্রজন্মের সংস্কার নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সংস্কারমূলক পথনির্দেশ তৈরির লক্ষ্যেই এই বৈঠক।
সমাজ মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন,
“পরবর্তী পর্যায়ের সংস্কারের জন্য পথনির্দেশ নিয়ে আলোচনা করতে বৈঠকে পৌরোহিত্য করেছি। সমস্ত ক্ষেত্রেই দ্রুত সংস্কারের লক্ষ্যে আমরা দায়বদ্ধ।এই সংস্কার উদ্দেশ্য হল জীবনধারণ ও ব্যবসার স্বাচ্ছন্দ্য প্রসার ও সমৃদ্ধি।”
Chaired a meeting to discuss the roadmap for Next-Generation Reforms. We are committed to speedy reforms across all sectors, which will boost Ease of Living, Ease of Doing Business and prosperity. pic.twitter.com/XnJQ5vg3eK
— Narendra Modi (@narendramodi) August 18, 2025


