মাননীয় প্রেসিডেন্ট,
দু’দেশের বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ,
সংবাদমাধ্যমের বন্ধুরা,
নমস্কার!
কালিমেরা!
প্রথমেই উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আমি মাননীয় প্রেসিডেন্টকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। গতকাল সাইপ্রাসে পৌঁছনোর পর থেকে প্রেসিডেন্ট এবং এই দেশের মানুষ যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, তা আমাকে স্পর্শ করেছে।
কিছুক্ষণ আগে আমাকে সাইপ্রাসের বিশেষ সম্মান প্রদান করা হল। এই সম্মান শুধু আমার নয় – ১৪০ কোটি ভারতীয়ের। ভারত এবং সাইপ্রাসের দীর্ঘ বন্ধুত্বের প্রতীক এই সম্মান। এজন্য আমি আবার আন্তরিক ধন্যবাদ জানাই।
বন্ধুরা,
সাইপ্রাসের সঙ্গে সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের মূল ভিত্তি হল গণতন্ত্র এবং আইনের শাসনের বিষয়ে দায়বদ্ধতা। ভারত ও সাইপ্রাসের বন্ধুত্ব আকস্মিক কোনো ঘটনা নয় এবং এর কোনো সীমাবদ্ধতা নেই।
এই মৈত্রী বারবার সময়ের দ্বারা পরীক্ষিত। প্রতিটি অধ্যায়েই আমরা সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার আদর্শ বজায় রেখেছি। পরস্পরের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে আমরা সম্মান করি।
বন্ধুরা,
দু’দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম সাইপ্রাস সফর। দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় রচনার বড় সুযোগ এটি। আজ মাননীয় প্রেসিডেন্ট এবং আমি আমাদের অংশীদারিত্বের সমস্ত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
সাইপ্রাসের “ভিশন ২০৩৫” এবং আমাদের “বিকশিত ভারত ২০৪৭”-এর মধ্যে বহু সাদৃশ্য রয়েছে। সেজন্য ভবিষ্যৎ নির্মাণে আমরা একযোগে কাজ করব। আমাদের অংশীদারিত্বকে কৌশলগত মাত্রা দিতে আমরা আগামী পাঁচ বছরের জন্য একটি সুনির্দিষ্ট দিশানির্দেশ তৈরি করব।
প্রতিরক্ষা ও সুরক্ষা সংক্রান্ত সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচি প্রতিরক্ষা শিল্প-ভিত্তিক অংশীদারিত্বে জোর দেবে। সাইবার এবং সমুদ্রপথ সংক্রান্ত নিরাপত্তা নিয়ে আলাদাভাবে আলোচনা শুরু হবে।
সীমান্তপারের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ধারাবাহিক সহায়তার জন্য আমরা সাইপ্রাসের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। সন্ত্রাসবাদ, মাদক ও অস্ত্র পাচার রুখতে এমন একটি ব্যবস্থাপনা তৈরি করা হবে, যার মাধ্যমে এক্ষেত্রে আমাদের দুই দেশের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলির মধ্যে তাৎক্ষণিক-ভিত্তিতে তথ্য আদানপ্রদান হতে পারে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিরও প্রভূত সম্ভাবনা রয়েছে।
গতকাল মাননীয় প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনায় পারস্পরিক অর্থনৈতিক আদানপ্রদান সম্পর্কে বাণিজ্য মহলের উৎসাহের বিষয়টি আমি উপলব্ধি করেছি। এ বছরের শেষ নাগাদ ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে চলেছি আমরা।
এই বছর “ভারত-সাইপ্রাস-গ্রিস বাণিজ্য ও বিনিয়োগ পরিষদ”-এরও সূচনা হবে। এই ধরনের উদ্যোগ এই দেশগুলির মধ্যে বাণিজ্যের প্রসারে সহায়ক হবে অবশ্যই।
প্রযুক্তি, উদ্ভাবনা, স্বাস্থ্য, কৃষি, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং জলবায়ু সংক্রান্ত ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সাইপ্রাসে যোগ এবং আয়ুর্বেদের জনপ্রিয়তায় আমরা উৎসাহিত।
সাইপ্রাস ভারতীয় পর্যটকদের পছন্দের গন্তব্যও বটে। তাঁদের সুবিধার জন্য আমরা সরাসরি বিমান সংযোগের লক্ষ্যে কাজ করব। যাতায়াত ও যোগাযোগ সংক্রান্ত চুক্তি সম্পাদনের লক্ষ্যেও জরুরি ভিত্তিতে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।
বন্ধুরা,
ইউরোপীয় ইউনিয়নে সাইপ্রাস আমাদের নির্ভরযোগ্য অংশীদার। আগামী বছর ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করতে চলা সাইপ্রাসকে শুভেচ্ছা জানাই। আমরা প্রত্যয়ী যে আপনাদের নেতৃত্বে ভারত-ইইউ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।
রাষ্ট্রসঙ্ঘকে আরও প্রতিনিধিত্বমূলক করে তোলার ক্ষেত্রে দু’দেশই সহমত পোষণ করে। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভারতের দাবিকে সমর্থনের জন্য আমরা সাইপ্রাসের প্রতি কৃতজ্ঞ।
পশ্চিম এশিয়া এবং ইউরোপে চলতি সংঘর্ষে আমরা দু’পক্ষই উদ্বিগ্ন। এর নেতিবাচক প্রভাব শুধুমাত্র ঐ অঞ্চলেই সীমাবদ্ধ থাকতে পারে না। আমরা মনে করি যে এই সময় যুদ্ধের নয়।
আলোচনা এবং সুস্থিতি ফিরিয়ে আনা মানবতার দাবি। ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে সংযোগ বৃদ্ধি নিয়েও আমাদের আলোচনা হয়েছে। আমরা মনে করি, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর এই অঞ্চলে সুস্থিতি ও সমৃদ্ধি নিয়ে আসবে।
মাননীয় প্রেসিডেন্ট,
ভারত সফরের জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। যথাশীঘ্র সম্ভব ভারতে আপনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছি আমি।
আরও একবার উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আপনাদের ধন্যবাদ।
প্রধানমন্ত্রীর মূল ভাষণটি ছিল হিন্দিতে
कल, जब से मैंने साइप्रस की धरती पर कदम रखा है, राष्ट्रपति जी और यहाँ के लोगों ने जो अपनापन और स्नेह दिखाया, वह सीधे दिल को छू गया: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 16, 2025
मुझे साइप्रस के इतने बड़े सम्मान से अलंकृत किया गया।
— PMO India (@PMOIndia) June 16, 2025
यह सम्मान केवल मेरा नहीं, 140 करोड़ भारतीयों का सम्मान है।
यह भारत और साइप्रस की अटूट मित्रता की मोहर है।
इसके लिए मैं एक बार फिर आभार व्यक्त करता हूँ: PM @narendramodi
दो दशक से भी लंबे अंतराल के बाद किसी भारतीय प्रधानमंत्री की साइप्रस यात्रा हो रही है।
— PMO India (@PMOIndia) June 16, 2025
और ये आपसी संबंधों में एक नया अध्याय लिखने का अवसर है: PM @narendramodi
अपनी साझेदारी को स्ट्रेटेजिक दिशा देनेके लिए हम अगले पाँच वर्षों के लिए एक ठोस रोडमैप बनायेंगे।
— PMO India (@PMOIndia) June 16, 2025
रक्षा और सुरक्षा सहयोग को और मजबूती देने के लिए द्विपक्षीय Defence Cooperation प्रोग्राम के तहत रक्षा उद्योग पर बल दिया जायेगा।
साइबर और मैरीटाइम सिक्योरिटी पर अलग से dialogue शुरू…
क्रॉस-बॉर्डर टेररिज्म के विरुद्ध भारत की लड़ाई में साइप्रस के सतत समर्थन के हम आभारी हैं।
— PMO India (@PMOIndia) June 16, 2025
आतंकवाद, drugs और arms की तस्करी की रोकथाम के लिए, हमारी एजेंसीज के बीच real time information exchange का मैकेनिज्म तैयार किया जायेगा: PM @narendramodi
UN को समकालीन बनाने के लिए जरूरी reforms को लेकर हमारे विचारों में समानता है।
— PMO India (@PMOIndia) June 16, 2025
साइप्रस द्वारा सिक्योरिटी council में भारत की स्थायी सदस्यता का समर्थन करने के लिए हम आभारी हैं: PM @narendramodi
मेडिटरेनीयन क्षेत्र के साथ connectivity बढ़ाने पर भी हमने बात की।
— PMO India (@PMOIndia) June 16, 2025
हम सहमत हैं कि India-Middle East-Europe Economic Corridor से क्षेत्र में शांति और समृद्धि का मार्ग प्रशस्त होगा: PM @narendramodi


