QuotePM Modi to inaugurate Deendayal Hastkala Sankul – a trade facilitation centre for handicrafts during his Varanasi visit
QuotePM Narendra Modi to flag off the Mahamana Express between Varanasi and Vadodra
QuoteVaranasi: PM Modi to inaugurate banking services of the Utkarsh Bank
QuotePM Narendra Modi to visit the historic Tulsi Manas Temple, release a postal stamp on Ramayana
QuoteVaranasi: PM Narendra Modi to lay foundation stone for development projects, visit Pashudhan Arogya Mela

প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী ২২ এবং ২৩ সেপ্টেম্বর তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসী সফর করবেন।

বারাণসী সফরকালেপরিকাঠামো, রেলওয়ে, বস্ত্র বয়ন শিল্প, আর্থিক অন্তর্ভুক্তি, পরিবেশ এবং অনাময়,পশুপালন, সংস্কৃতি এবং ধর্মীয় বিষয়বস্তু-কেন্দ্রিক নানান অনুষ্ঠানে শ্রী মোদী অংশগ্রহণকরবেন।

প্রধানমন্ত্রীবড়া লালপুর এলাকায় হস্তশিল্পের একটি বাণিজ্যিক বিপণন কেন্দ্র – ‘দীনদয়াল হস্তকলাসঙ্কুল’কে জাতির প্রতি উৎসর্গ করবেন। তিনি সঙ্কুল-এ এই কেন্দ্র স্বল্প সময়ের জন্যঘুরে দেখবেন। পরে, শ্রী মোদী ভিডিও লিঙ্কের মাধ্যমে মহামানা এক্সপ্রেস-এর যাত্রাসূচনা করবেন। এই ট্রেনটি বারাণসীর সঙ্গে সুরাট এবং গুজরাটের ভদোদরার মধ্যে সংযোগস্থাপন করবে।

একইঅনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তরের আবরণউন্মোচন করবেন অথবা প্রকল্প উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী উৎকর্ষ ব্যাঙ্ক-এরব্যাঙ্কিং পরিষেবারও উদ্বোধন করবেন। এছাড়া, এই ব্যাঙ্কের সদর দপ্তরের ভবননির্মাণের জন্য ভিত্তিপ্রস্তরের আবরণ উন্মোচন করবেন। উৎকর্ষ ব্যাঙ্ক মাইক্রোফিনান্স বা অতিক্ষুদ্র ঋণদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়ে থাকে।

প্রধানমন্ত্রীএক ভিডিও লিঙ্কের মাধ্যমে জল অ্যাম্বুলেন্স পরিষেবা এবং জল শববাহন পরিষেবাবারাণসীর মানুষদের জন্য উৎসর্গ করবেন।

২২সেপ্টেম্বরের সন্ধ্যায় প্রধানমন্ত্রী বারাণসীর ঐতিহাসিক তুলসী মানস মন্দির সফরেযাবেন। তিনি রামায়ণের ওপর একটি ডাকটিকিট প্রকাশ করবেন। পরে, প্রধানমন্ত্রী শহরেরদুর্গা মাতা মন্দিরেও যাবেন।

২৩সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শাহানশাহপুর গ্রামে পরিচ্ছন্নতা সংক্রান্ত কিছুকর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তারপর তিনি পশুধন আরোগ্য মেলা সফর করবেন।প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ এবং পুর)-র সুবিধাপ্রাপকদেরসার্টিফিকেট প্রদান করবেন এবং এই উপলক্ষে আয়োজিত এক সভায় ভাষণ দেবেন।

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
After over 40 years, India issues tender for Sawalkote project as Indus treaty remains in abeyance

Media Coverage

After over 40 years, India issues tender for Sawalkote project as Indus treaty remains in abeyance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 31 জুলাই 2025
July 31, 2025

Appreciation by Citizens for PM Modi Empowering a New India Blueprint for Inclusive and Sustainable Progress