যাঁরা নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকেন, তাঁদের দেশের কাজ এবং উন্নয়নের সঙ্গে সামিল করার সুযোগ করে দেয় রাজ্যসভা: প্রধানমন্ত্রী
দেশের ইতিহাসে রাজ্যসভা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং অনেক ইতিহাসের সাক্ষী থেকেছে: প্রধানমন্ত্রী
আমাদের সংবিধান রচয়িতারা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা হ’ল আমাদের কল্যাণকারী রাষ্ট্র গড়ে তোলাকে অগ্রাধিকার দিতে হবে: প্রধানমন্ত্রী মোদী

রাজ্যসভার ২৫০তম অধিবেশন উপলক্ষে উচ্চকক্ষে বিশেষ আলোচনায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ঐতিহাসিক এই অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে রাজ্যসভা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং অনেক ইতিহাসের সাক্ষী থেকেছে। তিনি বলেন, ভারতের সংবিধানে দ্বিকক্ষের আইনসভা গঠনের যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তাতে আমাদের গণতন্ত্র আরও সমৃদ্ধ হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, রাজ্যসভা ভারতের বৈচিত্র্যকেই প্রতিনিধিত্ব করে এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোই প্রতিফলিত হয় এখানে। তিনি বলেন, রাজ্যসভা কখনও ভাঙে না এবং এর বহনমানতা কক্ষের চিরন্তন বিরামহীনতাকেই উল্লেখ করে। শ্রী মোদী বলেন, যাঁরা নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকেন, তাঁদের দেশের কাজ এবং উন্নয়নের সঙ্গে সামিল করার সুযোগ করে দেয় রাজ্যসভা।

ভারতীয় সংবিধানে যেভাবে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যসভার ভূমিকার কথা তুলে ধরা হয়েছে সেকথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জাতীয় স্বার্থে সবসময় রাজ্যসভা একজোট হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর, তিন তালাক, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজ্যসভার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

রাজ্যসভার গুরুত্ব নিয়ে শ্রী অটলবিহারী বাজপেয়ীর কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় অগ্রগতিতে রাজ্যসভা সবসময় একজোট হয়ে সমর্থন জানিয়েছে। ডঃ বাবাসাহেব আম্বেদকর এবং জাতীয় অগ্রগতিতে ও সংসদের উচ্চকক্ষের মাধ্যমে উন্নয়নে তাঁর অবদানের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

বেশ কিছু সাংসদ যেভাবে সংসদে নিয়ম-নীতি মেনে চলেন এবং কক্ষে কোনরকম বিঘ্ন ঘটানো ছাড়াই তাঁদের মতামত প্রদান করেন, তার জন্য প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনেকেরই এখান থেকে শিক্ষা নেওয়া উচিৎ।

গণতন্ত্রে রাজ্যসভার গুরুত্বের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, উচ্চকক্ষে নিয়ন্ত্রণ এবং সমতা রয়েছে। তাকে কখনই রোধক হিসেবে অপব্যবহার করা উচিৎ নয়।

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Apple exports record $2 billion worth of iPhones from India in November

Media Coverage

Apple exports record $2 billion worth of iPhones from India in November
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting the power of collective effort
December 17, 2025

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam-

“अल्पानामपि वस्तूनां संहतिः कार्यसाधिका।

तृणैर्गुणत्वमापन्नैर्बध्यन्ते मत्तदन्तिनः॥”

The Sanskrit Subhashitam conveys that even small things, when brought together in a well-planned manner, can accomplish great tasks, and that a rope made of hay sticks can even entangle powerful elephants.

The Prime Minister wrote on X;

“अल्पानामपि वस्तूनां संहतिः कार्यसाधिका।

तृणैर्गुणत्वमापन्नैर्बध्यन्ते मत्तदन्तिनः॥”