PM Modi campaigns in Bijnor, Uttar Pradesh, urges people to vote for BJP
Shri Modi questions Samajwadi party for attacking & getting BJP workers arrested without reason
Farmer welfare is most vital for us. Our Government has brought the Pradhan Mantri Fasal Bima Yojana: PM
Chaudhary Charan Singh Kisan Kalyan Kosh would be created for farmers’ welfare, says Shri Modi
People in UP must question the SP government that what development works have been done in the state in last five years: Shri Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজনোরে বললেন যে উত্তর প্রদেশে ক্ষমতায় এলে বিজেপি সরকার ক্ষুদ্র কৃষকদের ঋণ মুকুব করে দেবে এবং জেলায় চৌধুরী চরণ সিং কৃষক কল্যাণ তহবিল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর স্পষ্টভাবে আপিল করলেন উত্তর প্রদেশকে অপরাধ ও দুর্নীতি থেকে মুক্ত করতে হলে উত্তরপ্রদেশে পদ্ম ফোটাতে হবে।

প্রধানমন্ত্রী বললেন, নিজেদের নিশ্চিত হার দেখে একে অপরের বিরোধিতা করা পার্টি একত্রিত হয়ে গেছে। "এরা পার্টি নয়, বরং দুই কুটুম্ব। একজন ৭০ বছরে দেশকে বরবাদ করেছে এবং অন্যজন উত্তরপ্রদেশকে বরবাদ করার কাজ করেছে।" তিনি জিজ্ঞাসা করলেন "এই ভাবে উত্তরপ্রদেশে কিছু অবশিষ্ট থাকবে?"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যদি উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে ক্ষুদ্র কৃষকদের ঋণ মুকুব করে দেওয়া হবে। এমন প্রতিজ্ঞা একজন সংসদ সদস্য হিসেবে করছি যা নিজের সরকারকে দিয়ে করতে হবে। শ্রী মোদী রাজ্যে বিজেপি সরকার এলে চৌধুরী চরণ সিং কৃষক কল্যাণ তহবিল স্থাপন করারও ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী অখিলেশ সরকারকে অক্ষম বলে অভিহিত করে বললেন, খাদ্য নিরাপত্তার ৭৫০ কোটি টাকা কেন্দ্র সরকারের কাছে আছে, কিন্তু ৫০ লক্ষ মানুষের তালিকা ইউপি সরকার দিচ্ছে না এবং তাঁরা তাঁদের টাকাও পাচ্ছে না।

প্রধানমন্ত্রী বললেন কৃষকদের কাছ থেকে শস্য কেনার জন্য টাকা কেন্দ্র দেয়। তবুও অখিলেশ সরকার কৃষকদের কাছ থেকে শস্য কেনেন না। মাত্র ৩ শতাংশ গম কেনার জন্য তিনি অখিলেশ সরকারের সমালোচনা করলেন।

প্রধানমন্ত্রী বললেন কেন্দ্রে ক্ষমতায় আসার পর তিনি উত্তর প্রদেশের আখ চাষিদের ২২ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। ৩২ লক্ষ কৃষক সরাসরি তাঁদের অ্যাকাউন্টে সুবিধা পেয়েছে। আবার যদি ইউপিতে বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে আমাদের সরকারকে দিয়ে আখ চাষিদের বকেয়া পরিশোধ করবো। প্রধানমন্ত্রী বললেন ইউপি সরকার কৃষকদের ফসল বীমা যোজনার সুবিধা নিতে দিচ্ছে না। ইউপিতে মাত্র ১৪ কৃষককে বীমা প্রদান করা হয়েছে।

গুরু রবিদাস জয়ন্তীতে তাঁকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ধর্মের বৈষম্য থেকে উপরে উঠে কল্যাণ করার তাঁর স্বপকে কেবলমাত্র বিজেপি সরকারই পূরণ করতে পারে। 'মন চাঙ্গা তো কঠতি মে গঙ্গা' সন্দেশ নিয়ে বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ করছে।

এই জনসভায় বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

Click here to read the full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official

Media Coverage

Jan Dhan accounts hold Rs 2.75 lakh crore in banks: Official
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 7 ডিসেম্বর 2025
December 07, 2025

National Resolve in Action: PM Modi's Policies Driving Economic Dynamism and Inclusivity