নরেন্দ্র মোদী অ্যাপের মাধ্যমে বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে সঙ্গে আলাপচারিতায় মিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কর্যকর্তাদের উদ্দেশে ভাষণকালে প্রধানমন্ত্রী মোদী কর্যকর্তাদের কাজের প্রশংসা করেছেন। তিনি বলেন যে, জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ার কারণে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে। এটি নিশ্চিত করে যে সরকারের যোজনা সমাজের শেষ প্রান্তে বসে থাকা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং জনগণের মতামতও নীতিনির্ধারকদের কাছে পৌঁছেছে।
তিনি বলেন, এটি বিজেপি, আজ যার কাছে সবথেকে বেশি জনপ্রতিনিধি রয়েছে, তা আদিবাসী সম্প্রদায়ের থেকে হোক, অথবা এসসি/এসটি বা ওবিসি হোক। তিনি জনপ্রতিনিধিদের প্রতি জনগণের সঙ্গে তাঁদের যোগাযোগ বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ঝাড়খন্ডে স্থানীয় নির্বাচনের ফলাফল নিয়ে প্রধানমন্ত্রী মোদী জয়ের জন্য কর্যকর্তাদের অভিনন্দন জানান এবং মানুষদের বিজেপির উন্নয়নের রাজনীতিতে তাঁদের আস্থা প্রকাশের জন্য ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী মোদী সংসদ সদস্যদের সোশ্যাল মিডিয়া আউটরিচ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এতে তাঁদেরই উপকার হবে।
শ্রী মোদী কর্যকর্তাদের ভীম অ্যাপ ব্যবহারের জন্য মানুষকে উৎসাহিত করতে ও নগদহীন লেনদেনকে গণআন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
সরকারি আমলাদের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে, তাঁরা সরকারের বিভিন্ন উদ্যোগ মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন।
এছাড়া তিনি ১৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত গ্রাম স্বরাজ অভিযানের জন্য বিজেপি কর্মীদের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদী দলের কর্যকর্তাদের মুদ্রা যোজনা, উজ্জ্বলা যোজনা ও বীমা যোজনা-এর উদ্যোগগুলি মানুষের দোরগোড়ায় পৌঁছে আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে, তিনি কর্যকর্তাদের নিয়মিত গ্রাম সভা আয়োজিত করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী গোটা দেশের বিজেপি'র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ করা, গ্রামীণ বিকাশ ও কিষান কল্যাণের মতো বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন। গ্রামের মানুষের জীবনযাত্রার উন্নতির বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদী গ্রামে বসবাসকারী মানুষের সমষ্টিগত শক্তির উপর জোর দিয়েছেন। তিনি আন্না হাজারেজীর গ্রামের কথাও উল্লেখ করেছেন, যেখানে আন্নাজী স্বচ্ছতার উপর জোর দিয়েছেন এবং সেই গ্রামটি এখন একটি মডেল হয়ে উঠেছে, এর থেকে অন্যান্য গ্রামের মানুষকে শিখতে হবে।
তিনি আয়ুষ্মান ভারত যোজনা ও স্বাস্থ্য কল্যাণ ক্ষেত্রে জিজ্ঞাসিত প্রশ্নেরও জবাব দিয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জন ঔষধি কেন্দ্রেরও উল্লেখ করেছেন যেখানে ওষুধ পাওয়া যায় সস্তায়।


