The leaders underline the trusted and valued partnership between India and the Netherlands
The leaders discuss ways to further deepen and elevate bilateral partnership

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেন। 

অভিন্ন মূল্যবোধ, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং আইনের শাসনের ওপর ভিত্তি করে ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে যে আস্থাশীল ও মূল্যবান অংশীদারিত্ব গড়ে উঠেছে, দুই নেতা তার ওপর জোর দিয়েছেন। 

জল, কৃষি ও স্বাস্থ্য ক্ষেত্রে জারি থাকা অংশীদারিত্ব আরও গভীর করার পন্থা-পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। দুজনেই বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, গ্রিন হাইড্রোজেন ও সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে এক কৌশলগত মাত্রা দিতে এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে নতুন স্তরে উন্নীত করতে সহমত হয়েছেন। নাগরিক সংযোগ এবং শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বিনিময় আরও বাড়ানোর ওপর জোর দেন দুই নেতা। 

দুই প্রধানমন্ত্রীর মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শান্তি, নিরাপত্তা সহযোগিতা ও সুস্থিতির প্রসারে একযোগে কাজ করার প্রতিশ্রুতি তাঁরা পুনরায় উল্লেখ করেন। 

দুই নেতাই একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলতে সহমত হন। 

 

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
Apple steps up India push as major suppliers scale operations, investments

Media Coverage

Apple steps up India push as major suppliers scale operations, investments
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 16 নভেম্বর 2025
November 16, 2025

Empowering Every Sector: Modi's Leadership Fuels India's Transformation