প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা অসম ও ত্রিপুরার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের চলতি কেন্দ্রীয় সরকারী প্রকল্পে ৪ টি নতুন ক্ষেত্রে ৪,২৫০ কোটি টাকা অনুমোদন করেছে। এই অনুমোদিত অর্থের মধ্যে রয়েছে অসমের জনজাতি অধ্যুষিত গ্রাম তথা এলাকাগুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা। এছাড়াও উত্তর কাছাড় পাহাড় স্বশাসিত পরিষদের পরিকাঠামোগত উন্নয়নে ৫০০ কোটি টাকা। অসমের সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৩,০০০ কোটি টাকা। এছাড়াও ত্রিপুরার জনজাতিদের উন্নয়নে ২৫০ কোটি টাকা।
এই ৪ টি নতুন ক্ষেত্রে ৭,২৫০ কোটি টাকা খরচ হবে বলে স্থির হয়। এর মধ্যে চলতি কেন্দ্রীয় প্রকল্প খাতে অনুমোদিত অর্থ ৪,২৫০ কোটি টাকা। বাকি ৩,০০০ কোটি টাকা অসমের রাজ্য সরকার বহন করবে। কেন্দ্রের এই বরাদ্দ অর্থ আর্থিক বছর ২০২৫ -২৬ থেকে শুরু করে ২০২৯-৩০ পর্যন্ত অসমের জন্য ৫ বছরের, অন্যদিকে ২০২৫-২৬ অর্থ বছর থেকে শুরু করে ২০২৮-২৯ পর্যন্ত ত্রিপুরার জন্য চার বছরের। ভারত সরকার, অসম ও ত্রিপুরার রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির জনজাতি গোষ্ঠীগুলির মধ্যে চুক্তি মোতাবেক এই অর্থ অনুমোদিত হল।
এতে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান এবং জীবন ও জীবিকা ভিত্তিক বিভিন্ন প্রকল্প গড়ে উঠবে। সেই সঙ্গে মহিলাদের দক্ষতা বিকাশ, তাদের আর্থিক উপার্জন বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোগ গড়ে তোলা সম্ভব হবে। এছাড়াও এর মাধ্যমে সুস্থিতি রক্ষা এবং মূল স্রোতে থাকা নানা কারণে প্রভাবিত সম্প্রদায়গুলিও উপকৃত হবেন। এই প্রকল্পের লক্ষ্য উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম এবং ত্রিপুরাকে ঘিরে। সেখানকার প্রান্তিক বা বিলুপ্তুপ্রায় সম্প্রদায় যারা বিভিন্ন চলতি সরকারি প্রকল্পগুলিতে যথাযথ সুবিধা পান নি তাদের দিকে তাকিয়ে। এতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, শিক্ষার প্রসার এবং যুব সম্প্রদায় ও নারীদের দক্ষতা বিকাশ সম্ভব হবে, তাদের জীবন জীবিকার উন্নতি হবে।


