প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে নিরাপত্তা বাহিনীর সাফল্যে বোঝা যাচ্ছে নকশালবাদের শিকড় উপরে ফেলতে আমাদের অভিযান সঠিক পথেই এগোচ্ছে। শ্রী মোদী আরও বলেছেন:
“নকশাল প্রভাবিত এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এবং তাদের উন্নয়নের মূলস্রোতে আনতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ-এর এক পোস্টের জবাবে প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;
“নিরাপত্তা বাহিনীর এই সাফল্য জানাচ্ছে নকশালবাদকে শিকড় থেকে উপরে ফেলার লক্ষ্যে আমাদের অভিযান সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। নকশাল প্রভাবিত এলাকায় শান্তি স্থাপনের সঙ্গে সঙ্গে তাদের উন্নয়নের মূলস্রোতে যুক্ত করতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।”
सुरक्षा बलों की यह सफलता बताती है कि नक्सलवाद को जड़ से समाप्त करने की दिशा में हमारा अभियान सही दिशा में आगे बढ़ रहा है। नक्सलवाद से प्रभावित क्षेत्रों में शांति की स्थापना के साथ उन्हें विकास की मुख्यधारा से जोड़ने के लिए हम पूरी तरह से प्रतिबद्ध हैं। https://t.co/7wBmsjGBkl
— Narendra Modi (@narendramodi) May 14, 2025