“আম্মার উপস্থিতির আভা এবং তাঁর আশীর্বাদের বিভা কথায় প্রকাশ করা কঠিন, আমরা কেবল তা অনুভব করতে পারি”
“ভালোবাসা, মমতা, সেবা ও ত্যাগের মূর্ত প্রতীক হলেন আম্মা। তিনি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের বাহিকা”
“স্বাস্থ্য হোক বা শিক্ষা, আম্মার নির্দেশনায় তাঁর প্রতিটি প্রতিষ্ঠানই মানব সেবা ও সমাজ কল্যাণকে এক নতুন মাত্রা দিয়েছে”
“বিশ্বজুড়ে আম্মার অনুগামীরা ছড়িয়ে রয়েছেন, তিনি সবসময়ই ভারতের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতাকে সুদৃঢ় করেছেন”
“আম্মা হলেন ভারতের মানব কেন্দ্রিক উন্নয়নের দৃষ্টিভঙ্গীর প্রতিফলন, যা আজকের অতিমারী পরবর্তী বিশ্বে বিশেষভাবে গ্রহণযোগ্য”

সেবা এবং আধ্যাত্মিকতার প্রতিমূর্তি আম্মাকে শ্রদ্ধা জানাই। ৭০তম জন্মদিনে আমি তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি। সারা বিশ্বে মানবপ্রেম এবং সহমর্মিতা প্রসারে তাঁর অভিযান আরও জোরদার হোক। এখানে সমবেত আম্মার ভক্তদেরও আমি শুভেচ্ছা জানাই। 
বন্ধুগণ,
আম্মার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ৩০ বছরের। কচ্ছে ভূমিকম্পের পর দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। অমৃতপুরীতে আম্মার ৬০তম জন্মদিবস উদযাপনের কথা আমার এখনও মনে আছে। আজকের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারলে আমি খুশি হতাম। গত ১০ বছরে আম্মার কাজ এবং সারা বিশ্বে তার প্রভাব বেড়েছে বেশ কয়েকগুণ। গত বছর অগাস্ট মাসে হরিয়ানার ফরিদাবাদে অমৃত হাসপাতালের উদ্বোধন করার সৌভাগ্য আমার হয়েছিল। আম্মার উপস্থিতি এবং তাঁর আশীর্বাদের বিষয়টি ভাষায় প্রকাশ করা যায় না, অনুভব করা যায়। ঐ সময়ে আম্মার যা বলেছিলেন, আমি আজ তার পুনরাবৃত্তি করতে চাই। আম্মা মানবপ্রেম, সহমর্মিতা এবং সেবা পরায়ণতার প্রতিমূর্তি। তিনি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন। 
বন্ধুগণ,
আম্মা দেশে-বিদেশে একের পর এক প্রতিষ্ঠান তৈরি করেছেন। স্বাস্থ্যই হোক কিংবা শিক্ষা আম্মার দিশা-নির্দেশে প্রতিটি প্রতিষ্ঠান মানুষের সেবা ও সামাজিক কল্যাণের প্রশ্নে নতুন নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশ যখন পরিচ্ছন্নতা অভিযান শুরু করে, তখন তা সফল করার উদ্যোগে আম্মা ছিলেন পুরোভাগে। গঙ্গার তীরে শৌচালয় নির্মাণের জন্য তিনি ১০০ কোটি টাকা দান করেন। 
বন্ধুগণ,
অতিমারী উত্তর বিশ্বে ভারতের মানব-কেন্দ্রিক উন্নয়নের পথকে কুর্নিশ জানাচ্ছে সারা বিশ্ব। আম্মার মতো ব্যক্তিত্ব ভারতের এই প্রচেষ্টার সার্থক প্রতিফলন। সর্বদাই তিনি বঞ্চিতদের ক্ষমতায়নে কাজ করে গেছেন। কয়েকদিন আগেই ভারতের সংসদে নারী শক্তি বন্দন অধিনিয়ম গৃহীত হয়েছে। মহিলাদের নেতৃত্বে উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে ভারত। এক্ষেত্রে আম্মার মতো ব্যক্তিত্ব প্রেরণা-স্বরূপ। আমি প্রত্যয়ী যে, সারা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রসারে আম্মার অনুগামীরা কাজ করে যাবেন। আরও একবার আমি আম্মাকে প্রণাম জানাই। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
The Bill to replace MGNREGS simultaneously furthers the cause of asset creation and providing a strong safety net

Media Coverage

The Bill to replace MGNREGS simultaneously furthers the cause of asset creation and providing a strong safety net
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 ডিসেম্বর 2025
December 22, 2025

Aatmanirbhar Triumphs: PM Modi's Initiatives Driving India's Global Ascent