"জ্বালানী ব্যক্তিগত স্তর থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে উন্নয়নকে প্রভাবিত করে"
"ভারত জীবাশ্ম বহির্ভূত জ্বালানী ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নির্ধারিত লক্ষ্যমাত্রার নয় বছর আগেই অর্জন করেছে"
"সকলের জন্য সমন্বিত, গতিশীল, সাম্য এবং সুস্থায়ী জ্বালানী নিশ্চিত করাই আমাদের লক্ষ্য"
"পরিবেশবান্ধব গ্রিডগুলির মধ্যে সংযোগ গড়ে তোলার মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তন প্রতিরোধ সংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জন করবো, ফল স্বরূপ পরিবেশবান্ধব জ্বালানীতে বিনিয়োগ বাড়বে এবং লক্ষ লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে"
"'এক পৃথিবী'-র ভাবনাকে কার্যকর করতে আমাদের উদ্যোগ 'এক পরিবার'-এর স্বার্থকে রক্ষা করবে, এর মাধ্যমে পরিবেশবান্ধব 'এক ভবিষ্যৎ'-এর দিকে আমরা এগিয়ে যাব"

মাননীয়গণ, ভদ্রমহোদয়া এবং ভদ্রমহোদয়গণ,
নমস্কার! আমি আপনাদের সকলকে ভারতে স্বাগত জানাই । শক্তিব্যতীত ভবিষ্যৎ, দীর্ঘস্থায়িত্ব অথবা বৃদ্ধি ও উন্নয়ন নিয়ে কথা সম্পূর্ণ হতে পারে না । ব্যক্তি থেকে দেশ সকল স্তরেই উন্নয়নে এর প্রভাব আছে ।
বন্ধুগণ,
   আমাদের বিভিন্ন বাস্তবতার পরিপ্রেক্ষিতে শক্তি রূপান্তরের পথও আমাদের ভিন্ন । তবুও আমি বিশ্বাস করি যে, আমাদের লক্ষ্য একই । সবুজ উন্নয়ন এবং শক্তি রূপান্তরে ভারত মহৎ প্রয়াস চালাচ্ছে । ভারত জনবহুল এবং দ্রুত উন্নয়নশীল বৃহৎ অর্থনীতির দেশ  । তথাপি আমরা জলবায়ু নিয়ে আমাদের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে দৃঢ়ভাবে এগোচ্ছি । এই বিষয়ে ভারতের নেতৃত্ব প্রকাশ পেয়েছে । অজৈব বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্থাপনের লক্ষ্য ন’বছর আগেই পূরণ হয়েছে । আমরা এখন আরও বড় লক্ষ্য নিয়েছি । ২০৩০ সালের মধ্যে পঞ্চাশ শতাংশ অজৈব বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার লক্ষ্য পূরণ করার পরিকল্পনা করেছি । সৌরবিদ্যুৎ এবং বায়ু বিদ্যুতের ক্ষেত্রে ভারত অন্যতম বিশ্বনেতা । আমি খুশি যে, প্রতিনিধিরা পাওয়াগাড়া সোলার পার্ক এবং মধেরা সোলার ভিলেজ পরিদর্শন করেছেন । তাঁরা দেখেছেন, স্বচ্ছ্ব শক্তির বিষয়ে ভারতের দায়বদ্ধতা কত বেশি ।
বন্ধুগণ,
  ভারতে গত ন’বছরে আমরা ১৯০ মিলিয়নের বেশি পরিবারে এলপিজি সংযোগ দিয়েছি । প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার ঐতিহাসিক নজির স্থাপন করেছি । আমরা মানুষকে নলবাহিত রান্নার গ্যাস দেওয়ার কাজ করছি । কয়েক বছরের মধ্যেই ৯০ শতাংশ মানুষের কাছেই পৌঁছে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে । আমাদের লক্ষ্য সকলের জন্য দীর্ঘ মেয়াদী শক্তির ব্যবস্থা করা ।
বন্ধুগণ,
   ছোট পদক্ষেপ থেকে বড় ফলাফল পাওয়া যায় । ২০১৫-য় এলইডি লাইট ব্যবহারের কর্মসূচি সূচনার মাধ্যমে ছোট পদক্ষেপ নেওয়া হয়েছিল । এটি বিশ্বে সবচেয়ে বড় এলইডি বিতরণ কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে । প্রতি বছর আমাদের সাশ্রয় হচ্ছে ৪৫ বিলিয়ন ইউনিটের বেশি শক্তি । আমরা বিশ্বে কৃষিক্ষেত্রে সৌরশক্তিচালিত পাম্পের বৃহত্তম কর্মসূচি শুরু করেছি । ২০৩০-এর মধ্যে দেশের বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বছরে ১০ মিলিয়ন হবে বলে মনে করা হচ্ছে । আমরা এবছর ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল বিক্রি চালু করেছি । ২০২৫-এর মধ্যে সারা দেশে এটি চালু করার লক্ষ্য আমাদের । ভারতকে কার্বনমুক্ত করতে বিকল্প হিসেবে গ্রিন হাইড্রোজেন নিয়ে দ্রুততার সঙ্গে আমরা কাজ করছি । আমাদের লক্ষ্য, গ্রিন হাইড্রোজেন এবং তার সংশ্লিষ্ট উপাদানের উৎপাদন, ব্যবহার এবং রফতানিতে ভারতকে গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলা । আমরা আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে খুশি ।
বন্ধুগণ,
  সারা বিশ্ব এই গোষ্ঠীর দিকে তাকিয়ে আছে উন্নত, দীর্ঘমেয়াদী, সুলভ, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ্ব শক্তি রূপান্তরের জন্য । এটা করতে গিয়ে মনে রাখতে হবে গ্লোবাল সাউথের ভাই-বোনেরা যেন পিছিয়ে না পড়ে । বিকাশশীল দেশগুলিকে সহজ শর্তে আর্থিক সাহায্য নিশ্চিত করতে হবে । প্রযুক্তির ফারাক মেটানোর উপায় খুঁজতে হবে । শক্তি নিরাপত্তা বাড়াতে হবে এবং বৈচিত্র্যমূলক সরবরাহ শৃঙ্খল নিয়ে কাজ করতে হবে । “ভবিষ্যতের জন্য জ্বালানি” নিয়ে আমাদের যোগাযোগ বাড়াতে হবে । এই লক্ষ্যে “হাইড্রোজেন সংক্রান্ত উচ্চস্তরীয় নীতি” একটি পদক্ষেপ । আন্তঃজাতীয় গ্রিডের মধ্যে সংযোগ শক্তি নিরাপত্তা বৃদ্ধি করবে । এই অঞ্চলে আমাদের প্রতিবেশীদের পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে এই ব্যাপারে সহযোগিতা বাড়ানোর কাজ করছি । আমি আপনাদের বলতে পারি যে, আমরা অত্যন্ত উৎসাহজনক ফলাফল দেখতে পাচ্ছি । বোঝা যাচ্ছে যে, সবুজ গ্রিডের আন্তঃসংযোগ রূপান্তর ঘটাতে পারে । এতে আমরা সকলেই জলবায়ু সংক্রান্ত লক্ষ্য পূরণ করতে পারব । সবুজ লগ্নী বৃদ্ধি করতে পারব এবং কয়েক লক্ষ সবুজ কর্মসংস্থান তৈরি করতে পারব । আমি আপনাদের সকলকে সবুজ গ্রিড উদ্যোগ-“আন্তর্জাতিক সৌরজোটের এক সূর্য, এক বিশ্ব, এক গ্রিড”-এ যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি ।
বন্ধুগণ,
  চারপাশে যেন প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকে, সেটা দেখতে হবে । সেটা সাংস্কৃতিকও হতে পারে । ভারতে এটা আমাদের ঐতিহ্যশালী প্রজ্ঞার অংশ । সেখান থেকেই মিশন লাইফ তার শক্তি পায় । পরিবেশের জন্য আমাদের জীবনশৈলী আমাদের প্রত্যেককেই এক একজন জলবায়ু চ্যাম্পিয়ন করে তুলবে ।
বন্ধুগণ,
   যতই রূপান্তর হোক না কেন, আমাদের ভাবনা ও কাজ যেন “এক বিশ্ব”কে রক্ষা করতে সাহায্য করে, আমাদের “এক পরিবারের” স্বার্থকে সুরক্ষিত করে এবং সবুজ “এক ভবিষ্যতের” দিকে এগিয়ে নিয়ে যেতে পারে । আমি আপনাদের বৈঠকের সাফল্য কামনা করি । ধন্যবাদ!
নমস্কার!

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA

Media Coverage

Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 ডিসেম্বর 2025
December 13, 2025

PM Modi Citizens Celebrate India Rising: PM Modi's Leadership in Attracting Investments and Ensuring Security