গত ১১ বছরে, এনডিএ সরকার মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নকে নতুন করে সংজ্ঞায়িত করেছে: প্রধানমন্ত্রী
স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে মর্যাদা, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে আমাদের নারী শক্তির ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ১১ বছরে মহিলাদের নেতৃত্বে উন্নয়নে সরকারের আলোকপাতের উল্লেখ করে এক উন্নত ভারতের লক্ষ্যে যাত্রাপথে মহিলাদের রূপান্তরকারী ভূমিকার কথা তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন যে, আমাদের মা, বোন এবং মেয়েদের একটা সময় দেখতে হয়েছে যখন, প্রতিটি পদক্ষেপে তাঁদের অসুবিধার সম্মুখীন হতে হতো। কিন্তু আজ তাঁরা শুধুমাত্র এক উন্নত ভারতের সংকল্পে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তাই নয়, শিক্ষা থেকে ব্যবসা প্রতিটি ক্ষেত্রে নজির সৃষ্টি করছেন। শ্রী মোদী আরও বলেছেন যে, গত ১১ বছরে নারী শক্তির সাফল্য সকল নাগরিকের জন্য গর্বের বিষয়।

প্রধানমন্ত্রী বলেছেন, এনডিএ সরকার একগুচ্ছ প্রভাবশালী উদ্যোগের মাধ্যমে মহিলাদের নেতৃত্বে উন্নয়নের নতুন সংজ্ঞা দিয়েছে। এগুলির মধ্যে আছে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে মর্যাদা, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং তৃণমূল স্তরে সশক্তিকরণ।

তিনি উজ্জ্বলা যোজনাকে একটি মাইলফলক বলে উল্লেখ করেন, যেটি একাধিক বাড়িতে ধোঁয়াহীন রান্নাঘর এনেছে। কিভাবে মুদ্রাঋণ লক্ষ লক্ষ মহিলাকে উদ্যোগপতি হতে সহায়তা করেছে এবং স্বাধীনভাবে নিজেদের স্বপ্নকে পূরণ করতে সক্ষম করে তুলেছে সেটিরও উল্লেখ করেছেন তিনি। পিএম আবাস যোজনায় মহিলাদের নামে বাড়ির সংস্থানও তাঁদের নিরাপত্তা এবং ক্ষমতায়নের ভাবনায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। 

প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের কথাও বলেছেন, যাকে তিনি শিশুকন্যার সুরক্ষায় জাতীয় অভিযান নামে উল্লেখ করেছেন।

শ্রী মোদী বলেছেন যে, বিজ্ঞান, শিক্ষা, ক্রীড়া, স্টার্টঅপ এবং সশস্ত্র বাহিনী সহ সমস্ত ক্ষেত্রে মহিলারা উৎকর্ষ প্রদর্শন করছেন এবং অনেক মানুষকে অনুপ্রাণিত করছেন।।

প্রধানমন্ত্রী এক্স-এ একগুচ্ছ পোস্টের মাধ্যমে এই মন্তব্যগুলি ভাগ করে নিয়েছেন।

11YearsOfSashaktNari"

 

"Over the last 11 years, the NDA Government has redefined women-led development.
Various initiatives, from ensuring dignity through Swachh Bharat to financial inclusion via Jan Dhan accounts, the focus has been on empowering our Nari Shakti. Ujjwala Yojana brought smoke-free kitchens to several homes. MUDRA loans enabled lakhs of women entrepreneurs to pursue dreams on their own terms. Houses under the women’s name in PM Awas Yojana too have made a remarkable impact.

Beti Bachao Beti Padhao ignited a national movement to protect the girl child.

In all sectors, including science, education, sports, StartUps and the armed forces, women are excelling and inspiring several people.

11YearsOfSashaktNari"

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Unemployment rate falls to 4.7% in November, lowest since April: Govt

Media Coverage

Unemployment rate falls to 4.7% in November, lowest since April: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting humility and selfless courage of warriors
December 16, 2025

The Prime Minister, Shri Narendra Modi, shared a Sanskrit Subhashitam-

“न मर्षयन्ति चात्मानं
सम्भावयितुमात्मना।

अदर्शयित्वा शूरास्तु
कर्म कुर्वन्ति दुष्करम्।”

The Sanskrit Subhashitam reflects that true warriors do not find it appropriate to praise themselves, and without any display through words, continue to accomplish difficult and challenging deeds.

The Prime Minister wrote on X;

“न मर्षयन्ति चात्मानं
सम्भावयितुमात्मना।

अदर्शयित्वा शूरास्तु
कर्म कुर्वन्ति दुष्करम्।।”