শেয়ার
 
Comments
PM Fasal Bima Yojana is continuously playing an important role in protecting the economic interests of the hardworking farmers by reducing the risk associated with weather uncertainties: PM
Through comprehensive coverage and transparent claim redressal process over the last five years, Fasal Bima scheme has emerged as an example of our determined efforts for farmers' welfare: PM Modi
Today the country is rapidly moving towards building a strong, prosperous and self-reliant India with a vision of all-round development: PM Modi

এমনিতে তো প্রধানমন্ত্রীর দিনগুলি ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। কিন্তু খুব মানুষই জানেন যে তিনি যখনই সময় পান তখন তাঁর ব্যস্ততার মধ্য থেকে সময় বের করে অসংখ্য মানুষের চিঠি এবং বার্তার জবাব দিতে থাকেন। তেমনই একটি চিঠি তিনি পেয়েছিলেন উত্তরাখণ্ডের নৈনিতালের খিমানন্দের কাছ থেকে। খিমানন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নমো অ্যাপ’–এর মাধ্যমে বার্তা পাঠিয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার পাঁচটি সফল বছর পূর্তি উপলক্ষে এবং সরকারের অন্যান্য প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। এখন প্রধানমন্ত্রী খিমানন্দকে চিঠি লিখে তাঁর এই বহুমূল্য পরামর্শ জানানোর জন্য ধন্যবাদ দেন।

 

প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে লেখেন, “কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার এবং দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য সরকারের লাগাতার প্রচেষ্টা নিয়ে আপনার বহুমূল্য ভাবনা–চিন্তা ও পরামর্শ জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই। এরকম আত্মীয়তাপূর্ণ বার্তা আমাকে মন–প্রাণ দিয়ে দেশের সেবায় নিয়োজিত থাকতে নতুন প্রাণশক্তি জোগায়।”

 

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সাফল্য সম্পর্কে উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, “প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আবহাওয়ার অনিশ্চয়তার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিকূলতা লাঘব করে পরিশ্রমী কৃষক ভাই–বোনেদের আর্থিক হিত সুনিশ্চিত করতে লাগাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কৃষক হিতৈষী বিমা যোজনার মাধ্যমে আজ কোটি কোটি কৃষক লাভবান হচ্ছেন।”

 

কৃষক এবং কৃষিকল্যাণের প্রতি সঙ্কল্পবদ্ধ সরকারের প্রচেষ্টার উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী তাঁর চিঠিতে আবার লেখেন, “বিগত পাঁচ বছরে স্বচ্ছতার সঙ্গে বিপুল সংখ্যক কৃষকের ফসল বিমার ক্লেমগুলি যাচাই করে, ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া সুসম্পাদিত করে এই প্রকল্প কৃষকের কল্যাণে সমর্পিত আমাদের সঙ্কল্পবদ্ধ প্রচেষ্টা ও সুদৃঢ় ইচ্ছাগুলি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। আজ বীজ থেকে শুরু করে বাজার পর্যন্ত কৃষক ভাই–বোনদের প্রতিটি ছোট–বড় সমস্যা দূর করে অন্নদাতাদের সমৃদ্ধি এবং কৃষির প্রগতি সুনিশ্চিত করার নিরন্তর প্রচেষ্টা করা হচ্ছে।”

 

এর পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে দেশবাসীর অবদান এবং তাঁদের ভূমিকার প্রশংসা করে লিখেছেন, “সর্বাঙ্গীণ এবং সর্বমুখী উন্নয়নের দৃষ্টিকোণের পাশাপাশি আজ দেশ একটি সশক্ত, সমৃদ্ধ ও আত্মনির্ভর ভারতের নির্মাণের দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সমস্ত দেশবাসীর বিশ্বাসের প্রাণশক্তিতে পরিপূর্ণ দেশ জাতীয় লক্ষ্যগুলি প্রাপ্তির জন্য একনিষ্ঠভাবে কাজ করছে, আর আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের দেশকে বিশ্ব মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা ভবিষ্যতে আরও ত্বরান্বিত হবে।”

 

এর আগে খিমানন্দ প্রধানমন্ত্রী মোদীকে তাঁর বার্তায় ফসল বিমা যোজনার সাফল্যের পাঁচ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি খিমানন্দ বলেছিলেন, সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে নাগরিকদের উন্নতি এবং দেশের উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে।

 

Explore More
৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণের বঙ্গানুবাদ

জনপ্রিয় ভাষণ

৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণের বঙ্গানুবাদ
First batch of Agniveers graduates after four months of training

Media Coverage

First batch of Agniveers graduates after four months of training
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Secretary of the Russian Security Council calls on Prime Minister Modi
March 29, 2023
শেয়ার
 
Comments

Secretary of the Security Council of the Russian Federation, H.E. Mr. Nikolai Patrushev, called on Prime Minister Shri Narendra Modi today.

They discussed issues of bilateral cooperation, as well as international issues of mutual interest.