প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন কারণ, গাজায় শান্তি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। শ্রী মোদী বলেন যে পণবন্দিদের মুক্তির ইঙ্গিত চলমান মানবিক ও কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
প্রধানমন্ত্রী পুনরায় নিশ্চিত করেন যে, ভারত এই অঞ্চলে সুস্থায়ী ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখে এমন সকল উদ্যোগকে সমর্থন করার প্রতিশ্রুতিতে অটল রয়েছে।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে শ্রী মোদী লিখেছেন:
“গাজায় শান্তি প্রচেষ্টায় সিদ্ধান্তমূলক অগ্রগতি হওয়ায় আমরা রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। পণবন্দিদের মুক্তির ইঙ্গিত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
ভারত একটি সুস্থায়ী ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে যাবে।
@realDonaldTrump
@POTUS”
We welcome President Trump’s leadership as peace efforts in Gaza make decisive progress. Indications of the release of hostages mark a significant step forward.
— Narendra Modi (@narendramodi) October 4, 2025
India will continue to strongly support all efforts towards a durable and just peace.@realDonaldTrump @POTUS


