Urges citizens to experience its natural beauty
Interacts with Van Durga, the team of women forest guards
Feeds sugar cane to Lakhimai, Pradyumna and Phoolmai elephants

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইউনেস্কোর আন্তর্জাতিক হেরিটেজের স্বীকৃতি পাওয়া আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করেন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভ্রমণ এবং এর অনন্য সৌন্দর্য্য উপভোগের জন্য তিনি দেশবাসীর কাছে আর্জি জানান।  বনদুর্গা নামে পরিচিত মহিলা বনরক্ষীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী এবং জাতীয় ঐতিহ্য রক্ষায় তাঁদের নিষ্ঠা ও সাহসের প্রশংসা করেন। 

 

এক্স হ্যান্ডেলে পর পর কয়েকটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :

“আজ সকালে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ছিলাম। সবুজ বনানীতে ঘেরা ইউনেস্কোর এই আন্তর্জাতিক হেরিটেজ স্থলটি একশৃঙ্গের গণ্ডার সহ  প্রাণী ও উদ্ভিদকুলের বৈচিত্র্যে ভরা।” 

 

 

“কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন এবং এর অনন্য সাধারণ সৌন্দর্য উপভোগ করার
জন্য আমি আপনাদের সকলের কাছে আর্জি জানাচ্ছি এবং সেইসঙ্গে আসামের মানুষের উষ্ণতার স্বাদ নিন। এটি এমন একটি জায়গা, যেখানে প্রতিটি সফরে আপনার আত্মা সমৃদ্ধ হবে এবং আসামের মানুষের হৃদয়ের সঙ্গে আপনাকে গভীরভাবে যুক্ত করবে।”

 

“মহিলা বনরক্ষীদের দল বনদুর্গার সঙ্গে একান্ত আলাপচারিতা করেছি, যাঁরা বন সংরক্ষণ প্রয়াসে সামনের সারিতে রয়েছেন, সাহসের সঙ্গে আমাদের বন ও বন্যপ্রাণকে রক্ষা করছেন। আমাদের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় তাঁদের নিষ্ঠা ও সাহস প্রকৃত অর্থে প্রেরণাদায়ক।”

 

“লখিমাই, প্রদ্যুম্ন এবং ফুলমাইকে আখ খাইয়েছি। কাজিরাঙ্গা গণ্ডারের জন্য পরিচিত। কিন্তু সেখানে অন্যান্য বন্যপ্রাণী সহ প্রচুর সংখ্যক হাতিও রয়েছে।” 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 5 ডিসেম্বর 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions