প্রধানমন্ত্রী সেখানে এক বিশ্ব যক্ষ্মা শিখর সম্মেলনে ভাষণ দেবেন
প্রধানমন্ত্রী যক্ষ্মা মু্ক্ত পঞ্চায়েত উদ্যোগের সূচনা করবেন
প্রধানমন্ত্রী ১ হাজার ৭৮০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন
প্রধানমন্ত্রী পর্যটক, তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশন থেকে গোদুলিয়া পর্যন্ত যাত্রীবাহি রোপওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
সকাল সাড়ে ১০টা নাগাদ রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে তিনি এক বিশ্ব যক্ষ্মা শিখর সম্মেলনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ মার্চ বারাণসী সফরে যাবেন। সকাল সাড়ে ১০টা নাগাদ রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে তিনি এক বিশ্ব যক্ষ্মা শিখর সম্মেলনে ভাষণ দেবেন। বেলা ১২টা নাগাদ প্রধানমন্ত্রী সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাঠে ১ হাজার ৭৮০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

এক বিশ্ব যক্ষ্মা সম্মেলন

বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এক বিশ্ব যক্ষ্মা সম্মেলনে বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং স্টপ টিবির অংশীদারিত্বে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। স্টপ টিবির অংশীদারিত্ব ২০০১ সালে চালু হয়েছিল। রাষ্ট্রসংঘ এর আয়োজক সংস্থা। যক্ষ্মা আক্রান্ত দেশগুলির জনগণের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করে এই সংস্থা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যক্ষ্মা মুক্ত পঞ্চায়েত উদ্যোগের মতো নানান কর্মসূচির সূচনা করবেন। প্রকাশ করবেন ২০২৩এর বার্ষিক যক্ষ্মা রিপোর্টও। যক্ষ্মা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ নির্বাচিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এবং জেলাগুলির হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী।

২০১৮ সালের মার্চ মাসে নতুন দিল্লিতে আয়োজিত যক্ষ্মা সম্মেলনে প্রধানমন্ত্রী ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা মুক্ত ভারত গঠনের ডাক দেন। এক বিশ্ব যক্ষ্মা সম্মেলনে ৩০টির বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বারাণসীর বিভিন্ন উন্নয়নী প্রকল্পের উদ্যোগ

প্রধানমন্ত্রী বিগত ৯ বছরে বারাণসীর চালচিত্র বদলে দেওয়ার জন্য ও এই শহর ও সংলগ্ন বসবাসকারী জনগণের জীবনযাত্রা সহজ করতে বিশেষ নজর দিয়েছেন। এই লক্ষ্যে আরো একধাপ এগিয়ে তিনি সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাঠে ১ হাজার ৭৮০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

প্রধানমন্ত্রী পর্যটক, তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশন থেকে গোদুলিয়া পর্যন্ত যাত্রীবাহি রোপওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৬৪৫ কোটি টাকা। ৩.৭৫ কিলোমিটার দীর্ঘ এই রোপওয়েটি ৫টি স্টেশন থাকবে।

প্রধানমন্ত্রী নমামী গঙ্গে প্রকল্পের আওতায় ভগবানপুরে ৫৫ এমএলডি নিকাশী ব্যবস্থাপনা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এটি নির্মাণে ব্যয় হবে ৩০০ কোটি টাকার বেশি। খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতায় সিগ্রা স্টেডিয়ামের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী সেবাপুরির ঈশ্বর গ্রামে এলপিজি বটলিং কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এটি তৈরি করবে। এছাড়াও ভরতহারা গ্রামে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ অন্যান্য প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

জল জীবন মিশন-এর আওতায় ১৯টি পানীয় জল প্রকল্প উৎসর্গ করবেন শ্রী মোদী। এর ফলে ৬৩টি গ্রাম পঞ্চায়েতের ৩ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। গ্রামীণ পানীয় জল ব্যবস্থাপনাকে মজবুত করতে এই মিশনের আওতায় আরও ৫৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

বারাণসীর আশপাশের এলাকার কৃষক, রপ্তানীকারী ও ব্যবসায়ীদের জন্য একটি ইন্টিগ্রেটেড প্যাক হাউস গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সফরকালে এটি উৎসর্গ করবেন।

এছাড়া বারাণসী স্মার্ট সিটি মিশনের আওতায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমান বন্দরে এপিসি টাওয়ার প্রকল্পের পরিকাঠামো উন্নয়ন সহ কোনিয়াতে ৮০০ কেডাব্লু সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনও করবেন। এছাড়া সারনাথে একটি নতুন কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন মূলক প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কেদারেশ্বর, বিশ্বেশ্বর, ওঁমকারেশ্বর সহ বিভিন্ন মন্দিরের সংস্কার কাজের সূচনাও করবেন তিনি।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi pitches India as stable investment destination amid global turbulence

Media Coverage

PM Modi pitches India as stable investment destination amid global turbulence
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 জানুয়ারি 2026
January 12, 2026

India's Reforms Express Accelerates: Economy Booms, Diplomacy Soars, Heritage Shines Under PM Modi