নাগপুৰৰ স্মৃতি মন্দিৰত দৰ্শন কৰিব প্ৰধানমন্ত্ৰীয়ে
প্ৰধানমন্ত্ৰীয়ে দীক্ষাভূমি ভ্ৰমণ কৰিব আৰু নাগপুৰত ড০ বি আৰ আম্বেদকাৰলৈ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিব
প্ৰধানমন্ত্ৰী নাগপুৰত মাধৱ নেত্রালয় প্ৰিমিয়াম চেণ্টাৰৰ আধাৰশিলা স্থাপন কৰিব
প্ৰধানমন্ত্ৰীয়ে নাগপুৰৰ ছ’লাৰ ডিফেন্স এণ্ড এৰ’স্পেচ লিমিটেডত ইউএভিৰ বাবে লেইটাৰিং মুনিশ্যন টেষ্টিং ৰেঞ্জ আৰু ৰানৱে সুবিধা উদ্বোধন কৰিব
প্ৰধানমন্ত্ৰীয়ে বিলাসপুৰত ৩৩,৭০০ কোটি টকাতকৈও অধিক মূল্যৰ একাধিক উন্নয়নমূলক প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন কৰিব আৰু ৰাষ্ট্ৰলৈ উৎসৰ্গা কৰিব
গ্ৰীডক শক্তিশালী কৰিবলৈ আৰু সমগ্ৰ ছত্তীশগড়ত বিদ্যুতৰ উপলব্ধতা বৃদ্ধি কৰিবলৈ একাধিক বিদ্যুৎ উৎপাদন আৰু সঞ্চালন প্ৰকল্প হাতত লোৱা হ’ব
বিশেষকৈ ছত্তীশগড়ৰ জনজাতীয় আৰু ঔদ্যোগিক অঞ্চলসমূহত সংযোগ উন্নত কৰাৰ বাবে একাধিক ৰে’ল আৰু পথ প্ৰকল্পৰ উন্নয়নৰ ওপৰত বিশেষ গুৰুত্ব দিয়া হ’ব
নাগপুৰত পুৱা প্ৰায় ৯ বজাত উপস্থিত হৈ তেওঁ স্মৃতি মন্দিৰত দৰ্শন কৰিব আৰু তাৰ পাছত দীক্ষাভূমিলৈ যাব।
পুৱা প্ৰায় ১০ বজাত তেওঁ নাগপুৰত মাধৱ নেত্রালয় প্ৰিমিয়াম চেণ্টাৰৰ আধাৰশিলা স্থাপন কৰিব আৰু এখন ৰাজহুৱা সভাত ভাষণ দিব।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ মার্চ মহারাষ্ট্র ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন। নাগপুরে গিয়ে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিপদ কর্মসূচিতে যোগ দিয়ে স্মৃতি মন্দির ও দীক্ষাভূমি দর্শন করবেন। স্মৃতি মন্দিরে আরএসএস-এর প্রতিষ্ঠাতাদের এবং দীক্ষাভূমিতে ডঃ বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।  

নাগপুরে মহাদেব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই সুপার স্পেশালিটি চক্ষু চিকিৎসা কেন্দ্রটি গুরুজি শ্রী মাধব রাও সদাশিব রাও গোলওয়ালকরের স্মৃতিতে ২০১৪ সালে গড়ে উঠেছে। নতুন সেন্টারে ২৫০ শয্যার হাসপাতাল, ১৪টি বহির্বিভাগ এবং ১৪টি মডিউলার অস্ত্রপচার কেন্দ্র থাকবে। একটি জনসভায় ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী নাগপুরে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেডের লয়টারিং মিউনিশন টেস্টিং রেঞ্জ ও রানওয়ের উদ্বোধন করবেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন বিলাসপুরে। সেখানে তিনি ৩৩,৭০০ কোটি টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

বিদ্যুৎ উৎপাদনে ছত্তিশগড়কে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী এনটিপিসি-র সিপাত সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের তৃতীয় পর্যায়ের শিলান্যাস করবেন। এরজন্য ৯,৭৯০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ছত্তিশগড় রাজ্য বিদ্যুৎ উৎপাদন কোম্পানী লিমিটেডের প্রথম সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্রকল্পের (২x৬৬০ মেগাওয়াট) সূচনা করবেন তিনি। পশ্চিমাঞ্চল প্রসার প্রকল্পের আওতায় ৫৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাওয়ার গ্রিডের ৩টি বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

নেট-জিরো কার্বন নির্গমন অর্জন, বায়ু দূষণ কমানো এবং দূষণমুক্ত জ্বালানীর যে লক্ষ্য ভারত নিয়েছে, তার সঙ্গে সাযুজ্য রেখে প্রধানমন্ত্রী ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শহর গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করবেন। হিন্দুস্থান পেট্রোলিয়াম লিমিটেডের একটি পাইলপালন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রী ১০৮ কিলোমিটার দীর্ঘ ৭টি রেলপ্রকল্পের শিলান্যাস করবেন। ১১১ কিলোমিটার দীর্ঘ ৩টি রেল প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

একগুচ্ছ সড়ক উন্নয়ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন তিনি।

প্রধানমন্ত্রী রাজ্যে ২৯টি জেলায় ১৩০টি পিএম শ্রী স্কুল এবং রায়পুরে বিদ্যা সমীক্ষা কেন্দ্রের সূচনা করবেন। এই স্কুলগুলি রাজ্যে উচ্চমানের শিক্ষা প্রদান সুনিশ্চিত করবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় প্রায় ৩ লক্ষ বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানের সূচনা করে প্রধানমন্ত্রী কয়েকজন সুবিধাভোগীর হাতে বাড়ির চাবি তুলে দেবেন।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 5 ডিসেম্বর 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions