প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করবেন। অনুষ্ঠানে বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে মোট ৭ হাজার ৫০০ কোটি টাকা পাঠাবেন প্রধানমন্ত্রী।
বিহার সরকারের এই উদ্যোগের লক্ষ্য মহিলাদের ক্ষমতায়ন এবং স্বনিযুক্তর পরিসর বৃদ্ধি করা। এর ফলে সামাজিক ক্ষমতায়নের পালে হাওয়া লাগবে বলে মনে করা হচ্ছে।
প্রকল্পটির আওতায় প্রাথমিকভাবে মহিলাদের সরাসরি সুবিধা হস্তান্তর প্রণালীর মাধ্যমে ১০ হাজার টাকা করে দেওয়া হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার সংস্থান রয়েছে। তাঁরা কৃষি, পশুপালন, হস্ত শিল্প, বয়ন এবং আরও নানা ক্ষেত্রে ব্যবসায়িক উদ্যোগে এই অর্থ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে তারা প্রশিক্ষণ পাবেন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে। পণ্য বিক্রয়ের জন্য বিহারে গ্রামীণ হাট-বাজারেরও ব্যবস্থা করা হবে।
বিহারের মুখ্যমন্ত্রী মহিলা যোজনা রূপায়িত হচ্ছে জেলা, ব্লক ও গ্রাম স্তরে। আজকের অনুষ্ঠান প্রত্যক্ষ করছেন ১ কোটিরও বেশি মহিলা।


