চলতি বছরের ১১ – ১২ নভেম্বর আমি ভুটানে যাচ্ছি।
ভুটানের মানুষ যখন তাঁদের চতুর্থ রাজার সপ্ততিতম জন্মবার্ষিকী উদযাপন করছেন, তখন তাঁদের সঙ্গে যোগ দিতে যেতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
ভুটানে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবের সময়ে ভারত থেকে ভগবান বুদ্ধের পবিত্র পিপড়াহওয়া ধ্বংসাবশেষের প্রদর্শনী আমাদের দুই দেশের গভীর সভ্যতা ও আধ্যাত্মিক সম্পর্কের প্রতিফলন ঘটিয়েছে।
আমার এই সফরের সময়ে পুনাসাংচু-২ জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের মাধ্যমে আমাদের সফল জ্বালানী অংশীদারিত্বের ক্ষেত্রে আরও একটি মাইলফলক অর্জিত হবে।
আমি ভুটানের রাজা, চতুর্থ রাজা এবং প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার এই সফর আমাদের মৈত্রীর বন্ধনকে আরও গভীর এবং অভিন্ন প্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে আমাদের প্রয়াসকে আরও জোরদার করবে বলে আমি নিশ্চিত।
ভারত ও ভুটান গভীর পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও সদিচ্ছার উপর ভিত্তি করে মৈত্রী ও সহযোগিতার দৃষ্টান্তমূলক বন্ধনে আবদ্ধ। আমাদের অংশীদারিত্ব, আমাদের প্রতিবেশী প্রথম নীতির এক প্রধান ভিত্তি এবং প্রতিবেশী দেশগুলির মধ্যে বন্ধুত্বমূলক সম্পর্কের এক দৃষ্টান্তমূলক মডেল।
Leaving for Bhutan, where I will attend various programmes. This visit comes at a time when Bhutan is marking the 70th birthday of His Majesty the Fourth King. I will be holding talks with His Majesty the King of Bhutan, His Majesty the Fourth King and Prime Minister Tshering…
— Narendra Modi (@narendramodi) November 11, 2025


