অযোধ্যাকে আধ্যাত্মিক কেন্দ্র, আন্তর্জাতিক পর্যটন স্থল এবং স্থিতিশীল স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে
আমাদের ঐতিহ্যের শ্রেষ্ঠত্ব এবং উন্নয়নমূলক সংস্কারের প্রকাশ অযোধ্যার মধ্য দিয়ে হবে : প্রধানমন্ত্রী
অযোধ্যার উন্নত পরিকাঠামোর মানব তত্ত্বের সঙ্গে সাযুজ্য রেখে হবে, যার ফলে প্রত্যেকে উপকৃত হবেন : প্রধানমন্ত্রী
অযোধ্যায় যে কর্মতৎপতা শুরু হয়েছে তার মধ্য দিয়ে পরবর্তী উন্নয়নমূলক উদ্যোগ এখনই শুরু করতে হবে : প্রধানমন্ত্রী
অযোধ্যার উন্নয়নমূলক কাজ সুস্থ জন অংশীদারিত্বের ভাবনায় এগিয়ে নিয়ে যেতে হবে যেখানে যুব সম্প্রদায়ের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অযোধ্যার উন্নয়মূলক পরিকল্পনার পর্যালোচনা করেছেন। অযোধ্যার উন্নয়নকে নিয়ে যে সব পরিকল্পনা রয়েছে সে বিষয়গুলি উত্তরপ্রদেশ সরকারের আধিকারিকরা উপস্থাপিত করেছেন।
একটি আধ্যাত্মিক কেন্দ্র, আন্তর্জাতিক পর্যটন স্থল এবং স্থিতিশীল স্মার্ট সিটির মধ্যে দিয়ে অযোধ্যার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অযোধ্যার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়। বিমানবন্দর, রেল স্টেশনের সম্প্রসারণ, বাসস্ট্যান্ড, সড়ক ও মহাসড়কের মতো বিভিন্ন পরিকাঠামোর প্রকল্প নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা, আশ্রম, মঠ, হোটেল এবং বিভিন্ন রাজ্যের ভবন তৈরির জন্য স্থান নির্বাচন সহ একটি গ্রীনফিল্ড টাউনশিপের বিষয়েও বৈঠকে কথা হয়েছে। এছাড়াও পর্যটকদের সুবিধার জন্য পর্যটন কেন্দ্র, আন্তর্জাতিক মানের সংগ্রহশালাও অযোধ্যায় গড়ে তোলা হবে।
সরযু নদী এবং তার ঘাটগুলির উন্নয়নের জন্য বিশেষ পরিকাঠামো নির্মাণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সরযু নদীতে নিয়মিত নৌকা বিহারের ব্যবস্থা করা হবে।
সাইকেল চালক এবং পথচারিদের জন্য যথেষ্ট জায়গার ব্যবস্থা করা হবে। স্মার্ট সিটি পরিকাঠামো ব্যবহার করে অত্যাধুনিক যানবাহন ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী অযোধ্যাকে প্রত্যেক ভারতীয়র সাংস্কৃতিক চেতনার অঙ্গ বলে বর্ণনা করেছেন। আমাদের ঐতিহ্যের খুঁটিনাটি এবং উন্নয়নমূলক পরিবর্তনের প্রতিফলন অযোধ্যার মাধ্যমে ঘটবে।
অযোধ্যা হল আধ্যাত্মিকতা ও উৎসাহের উদাহরণ। এই শহরের মানব তত্ত্বের সঙ্গে সাযুজ্য রেখে অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তুলতে হবে। পর্যটক, তীর্থযাত্রী থেকে সকলেই এর সুফল ভোগ করবেন।
প্রধানমন্ত্রী বলেছেন, এই শহরকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম মনে করে জীবনে অন্তত একবার অযোধ্যা যাওয়া প্রয়োজন।
শ্রী মোদী আরও বলেছেন, অদূর ভবিষ্যতে অযোধ্যার উন্নয়নমূলক কর্মকান্ডকে বজায় রাখতে হবে। অযোধ্যায় যে কর্মতৎপতা শুরু হয়েছে তার মধ্য দিয়ে পরবর্তী উন্নয়নমূলক উদ্যোগ এখনই শুরু করতে হবে। অযোধ্যার পরিচয় তুলে ধরার জন্য আমাদের সমষ্টিগতভাবে উদ্যোগী হতে হবে। এই স্থানের সাংস্কৃতিক ঐতিহ্যকে উদ্ভাবনমূলক উপায়ে প্রকাশ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেছেন, ভগবান রামের সব মানুষকে একজোট করার ক্ষমতা ছিল। অযোধ্যার উন্নয়নমূলক কাজে স্বাস্থ্যকর জন অংশীদারিত্বের প্রয়োজন, বিশেষ করে যুব সম্প্রদায়কে একাজে যুক্ত করতে হবে। শহরের উন্নয়নে আমাদের মেধাবী যুব সম্প্রদায়ের দক্ষতাকে কাজে লাগাতে হবে।
এই বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ, দুই উপমুখ্যমন্ত্রী শ্রী কেশব প্রসাদ মৌর্য এবং শ্রী দীনেশ শর্মা সহ উত্তপ্রদেশের বিভিন্ন দপ্তের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's electronics production rises 6-fold, exports jump 8-fold since 2014: Ashwini Vaishnaw

Media Coverage

India's electronics production rises 6-fold, exports jump 8-fold since 2014: Ashwini Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 28 ডিসেম্বর 2025
December 28, 2025

PM Modi’s Governance - Shaping a Stronger, Smarter & Empowered India