প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এই অনুষ্ঠানে মরিশাসের রাষ্ট্রপতি শ্রী ধরমবীর গোকুল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে মরিশাসের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘গ্র্যান্ড কম্যান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশন’-এ ভূষিত করেন। এই প্রথম কোনো ভারতীয় নেতা এই সম্মান পেলেন।

প্রধানমন্ত্রী মোদী এই সম্মান ভারত ও মরিশাসের বিশেষ বন্ধুত্বের প্রতি এবং সেইসঙ্গে ভারতের ১৪০ কোটি মানুষ ও মরিশাসের ১৩ লক্ষ ভাই-বোনের উদ্দেশে উৎসর্গ করেছেন।

জাতীয় দিবস উদযাপনের কুচকাওয়াজে ভারতীয় নৌ-বাহিনী অংশগ্রহণ করে। নৌ-বাহিনীর একটি জাহাজ ওই সময়ে মরিশাসের বন্দরে অবস্থান করে।

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন
Honoured to be conferred the Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean, and that too on Mauritius’ National Day. pic.twitter.com/LaaurcKbzx
— Narendra Modi (@narendramodi) March 12, 2025


