প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রায়পুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে মহানির্দেশক/ইন্সপেক্টর জেনারেলদের ৬০তম সর্বভারতীয় সম্মেলনে যোগ দেন। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের ধারণার পরিবর্তনের ওপর জোর দেন। সেইসঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী।
ফৌজদারি বিচার ব্যবস্থায় পুলিশি তদন্তকে আরও শক্তিশালী করতে ফরেন্সিককে কাজে লাগানোর পক্ষে মত দেন শ্রী মোদী।
নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনগুলির ওপর নিয়মিত নজরদারির পাশাপাশি অতি বাম উগ্রপন্থা থেকে মুক্ত অঞ্চলগুলির সামগ্রিক উন্নয়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। মাদকের অপব্যবহার রুখতে সরকারের সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি পুনর্বাসন এবং গোষ্ঠীভিত্তিক উদ্যোগের পক্ষে মত দেন তিনি।
সম্মেলনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভিশন ২০৪৭-এর লক্ষ্যে দীর্ঘমেয়াদী পথ নির্দেশিকা তৈরি, সন্ত্রাস দমন, নারী সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় জোরদার সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেন তিনি। এক্ষেত্রে মানুষের জীবন রক্ষা এবং ক্ষয়ক্ষতি কমাতে অতি সক্রিয়তা, দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণের বার্তা দেন তিনি। উল্লেখযোগ্য সেবার স্বীকৃতি হিসেবে
গোয়েন্দা আধিকারিকদের হাতে
রাষ্ট্রপতির পুলিশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী সহ বিভিন্ন পদ মর্যাদার ৭০০ জনের বেশি আধিকারিক উপস্থিত ছিলেন।


