লন্ডনের ঐতিহাসিক অ্যাবে রোড স্টুডিওয় ব্রিটিশ অর্কেস্ট্রা অর্থাৎ, দ্য রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রার সাঙ্গীতিক মূর্ছনায় ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য ভারতের সঙ্গীতকার তথা গ্র্যামি পুরস্কার বিজয়ী শ্রী রিকি কেজ-এর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
রিকি কেজ-এর এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর নিজের বার্তায় বলেছেন :
“চমৎকার উপস্থাপনা, যা প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করবে।”
কয়েকদিন আগে রিকি কেজ তাঁর ট্যুইট বার্তায় বলেছিলেন :
“প্রবাদপ্রতিম লন্ডনের অ্যাবে রোড স্টুডিওয় তিনি রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রার পক্ষ থেকে অর্কেস্ট্রার মাধ্যমে সঙ্গীত পরিবেশনে ভারতের জাতীয় সঙ্গীতকে চমৎকারভাবে তুলে ধরেছিলেন।”
Wonderful. It will certainly make every Indian proud. https://t.co/IDQZdCFpdQ
— Narendra Modi (@narendramodi) August 14, 2023


