প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘বিহার কোকিলা’ বা বিহারের কোকিল নামে খ্যাত গায়িকা শারদা সিনহা জি-র প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, "তিনি লোকসঙ্গীতের মাধ্যমে বিহারের শিল্প ও সংস্কৃতিকে একটি নতুন পরিচয় দিয়েছিলেন, যার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। মহান উৎসব ছট নিয়ে গাওয়া তাঁর সুরেলা গানগুলি চিরকাল মানুষের হৃদয়ে গেঁথে থাকবে",
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে শ্রী মোদী বলেন:
"বিহার কোকিলা শারদা সিনহাজির প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি লোকগানের মাধ্যমে বিহারের শিল্প ও সংস্কৃতিকে একটি নতুন পরিচয় দিয়েছিলেন, যার জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। মহান উৎসব ছট নিয়ে গাওয়া তাঁর সুরেলা গানগুলি সর্বদা মানুষের মনে গেঁথে থাকবে।"
बिहार कोकिला शारदा सिन्हा जी की पहली पुण्यतिथि पर उन्हें भावभीनी श्रद्धांजलि। उन्होंने बिहार की कला-संस्कृति को लोकगीतों के माध्यम से एक नई पहचान दी, जिसके लिए उन्हें सदैव याद किया जाएगा। महापर्व छठ से जुड़े उनके सुमधुर गीत हमेशा जनमानस में रचे-बसे रहेंगे।
— Narendra Modi (@narendramodi) November 5, 2025


