প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আইবিএসএ নেতৃবৃন্দের বৈঠকে যোগ দেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাননীয় সিরিল রামাফোসার ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট মাননীয় লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। 

 

এই বৈঠককে সময়োপযোগী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি আফ্রিকার মাটিতে প্রথম জি-২০ শীর্ষ বৈঠক এবং এই বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, আইবিএসএ শুধুমাত্র তিনটি দেশের একটি গোষ্ঠী নয়, এটি হল তিনটি মহাদেশের তিনটি প্রধান গণতান্ত্রিক রাষ্ট্র ও তিনটি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে কঠোর বার্তা পাঠানোর পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস দমন প্রসঙ্গে শ্রী মোদী ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন এবং বলেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমুখী অবস্থান নেওয়ার কোনও জায়গা নেই। মানব-কেন্দ্রিক উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে ইউপিআই-এর মতো ডিজিটাল গণ পরিকাঠামো, সাইবার সুরক্ষা কাঠামো এবং তিন দেশের মধ্যে মহিলা পরিচালিত প্রযুক্তি উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। 

 

প্রধানমন্ত্রী বলেন, আইবিএসএ শুধুমাত্র তিনটি দেশের একটি গোষ্ঠী নয়, এটি হল তিনটি মহাদেশের তিনটি প্রধান গণতান্ত্রিক রাষ্ট্র ও তিনটি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে কঠোর বার্তা পাঠানোর পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস দমন প্রসঙ্গে শ্রী মোদী ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন এবং বলেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিমুখী অবস্থান নেওয়ার কোনও জায়গা নেই। মানব-কেন্দ্রিক উন্নয়নের ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে ইউপিআই-এর মতো ডিজিটাল গণ পরিকাঠামো, সাইবার সুরক্ষা কাঠামো এবং তিন দেশের মধ্যে মহিলা পরিচালিত প্রযুক্তি উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, আইবিএসএ একে অন্যের উন্নয়নে পরিপূরক হতে পারে। মিলেট, প্রাকৃতিক উপায়ে চাষাবাদ, বিপর্যয় মোকাবিলা, পরিবেশবান্ধব শক্তি, পরম্পরাগত ভেষজ এবং স্বাস্থ্য সুরক্ষার মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য এই লিঙ্কে রয়েছে:

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's electronics exports cross $47 billion in 2025 on iPhone push

Media Coverage

India's electronics exports cross $47 billion in 2025 on iPhone push
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 19 জানুয়ারি 2026
January 19, 2026

From One-Horned Rhinos to Global Economic Power: PM Modi's Vision Transforms India