প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিস্তোয়ারে পথ দুর্ঘটনায় প্রাণহানীর খবরে গভীর শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে,
“কিস্তোয়ারে পথ দুর্ঘটনায় প্রাণহানীর খবরে আমি মর্মাহত। স্বজনহারা পরিবারগুলিকে শোকের এই সময়ে সমবেদনা জানাইঃ প্রধানমন্ত্রী @narendramodi"
Pained by the loss of lives due to a road accident in Kishtwar. My thoughts are with the bereaved families in this hour of sadness: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 3, 2022


