প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেবী মায়ের চরণে আন্তরিক প্রণাম করলেন, জাতির জন্য তাঁর ঐশ্বরিক আশীর্বাদ প্রার্থনা করলেন। আধ্যাত্মিক উৎসাহ এবং সম্মিলিত সদিচ্ছার প্রতিধ্বনিতে প্রধানমন্ত্রী সকল নাগরিকের মঙ্গল, সাহস এবং অভ্যন্তরীণ শক্তির জন্য প্রার্থনা করলেন।
এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শ্রী মোদী বলেছেন:
"মাতৃদেবীকে লক্ষ লক্ষ প্রণাম! আমি প্রার্থনা করি যে তিনি আমাদের সকলকে অদম্য সাহস এবং চমৎকার স্বাস্থ্যের আশীর্বাদ করুন। তাঁর কৃপা সকলের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করুক।
https://www.youtube.com/watch?v=xipST4S094Q”
देवी मां के चरणों में कोटि-कोटि प्रणाम! उनसे प्रार्थना है कि वे सभी को अदम्य साहस और उत्तम स्वास्थ्य का आशीष प्रदान करें। उनकी कृपा से सबके जीवन में आत्मबल का संचार हो।https://t.co/NKZOcdLwqV
— Narendra Modi (@narendramodi) September 28, 2025


