প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের কথা উল্লেখ করে বলেছেন, তপশিলি/উপজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং নারী ক্ষমতায়নে এটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। স্ট্যান্ড আপ ইন্ডিয়ার আজ ৭ বছর পূর্ণ হ’ল।
একটি ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ আমরা #7YearsofStandUpIndia উদযাপন করছি এবং তপশিলি জাতি/উপজাতি ও নারী ক্ষমতায়ন সুনিশ্চিত করতে এই উদ্যোগের ভূমিকা রয়েছে। এটি আমাদের উদ্যোগীদের চেতনাকে জাগিয়ে তুলছে এবং আমাদের কাছে আশীর্বাদ-স্বরূপ”।
Today we mark #7YearsofStandUpIndia and acknowledge the role this initiative has played in empowering the SC/ ST communities and ensuring women empowerment. It has also boosted the spirit of enterprise our people are blessed with. https://t.co/x73prFVWVl
— Narendra Modi (@narendramodi) April 5, 2023