প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, হান্নুক্কাহ উৎসব উপলক্ষ্যে ইজরায়েলের জনসাধারণ এবং বিশ্বের সব ইহু্দী বন্ধুদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, “ইজরায়েলের বন্ধু জনসাধারণ এবং বিশ্বের সব ইহু্দীবন্ধুদের চাগ হান্নুক্কাহ সামেচ। এই উৎসব আমাদের জীবনে শান্তি ও উজ্জ্বলতা নিয়ে আসুক এবং আমাদের জনসাধারণের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে তুলুক।”
ইজরায়েলের প্রধানমন্ত্রী মি: বেঞ্জামিন নেতানিয়াহু এবং রাষ্ট্রপতি রিউভেন রিভলিনকেও এই ট্যুইটটি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী, হিব্রু ভাষাতেও ট্যুইটটি করেছেন।
Chag Hannukkah Sameach to the friendly people of Israel and Jewish friends all over the world. May the festival bring peace and light in our lives and kindle more warmth to the relationship between our people.@netanyahu @PresidentRuvi
— Narendra Modi (@narendramodi) December 10, 2020


