প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন।
এক্স-হ্যান্ডেলে এক পোস্টে শ্রী মোদী বলেছেন:
"আমাদের প্যারা-অ্যাথলিটদের ঐতিহাসিক সাফল্য!
এ বছরের বিশ্ব প্যারা-অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বিশেষ মাত্রা পেয়েছে। ছয়টি সোনা সহ ২২-টি পদক জয়লাভ করে ভারতীয় ক্রীড়াবিদরা সর্বকালীন সেরা সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তাঁদের সাফল্য বেশ কয়েকজন মানুষকে অনুপ্রাণিত করবে। আমি আমাদের প্রত্যেক সদস্যের জন্য গর্বিত এবং ভবিষ্যতে তাঁদের আরও সাফল্য কামনা করি।
দিল্লিতে এই প্রতিযোগিতার আয়োজন ভারতের কাছে সম্মানেরও। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় ১০০টি দেশের অ্যাথলিট ও সহায়ক কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"
A historic performance by our para-athletes!
— Narendra Modi (@narendramodi) October 6, 2025
This year’s World Para-Athletics Championships have been very special. The Indian contingent had its best-ever performance, winning 22 medals, including 6 Gold Medals. Congrats to our athletes. Their success will inspire several… pic.twitter.com/Ivnnq9SLgb


