প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস্ – এ মহিলাদের ১০০ মিটার হার্ডেলস্ – এ রৌপ্য পদক জয়ী অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি-কে রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জ্যোতি ইয়ারাজি তাঁর দৃঢ় মানসিকতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সুফল লাভ করেছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে তাঁর পোস্টে বলেন, “এশিয়ান গেমস্ – এ মহিলাদের ১০০ মিটার হার্ডেলস্ – এ @JyothiYarraji চমৎকার প্রদর্শন করে রৌপ্য পদক জয় করেছেন।
তিনি তাঁর দৃঢ় মানসিকতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সুফল পেয়েছেন। আমি তাঁকে অভিনন্দন জানাই ও তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই”।
An amazing Silver Medal win by @JyothiYarraji in Women's 100 m Hurdles at the Asian Games.
— Narendra Modi (@narendramodi) October 1, 2023
Her resilience, discipline and rigorous training have paid off. I congratulate her and wish her the very best for the future. pic.twitter.com/X7uPaMYgAW


