প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিজ্ঞাপন ও যোগাযোগ জগতের কিংবদন্তী ব্যক্তিত্ব শ্রী পীযূষ পান্ডের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক্স বার্তায় তিনি বলেছেন, “শ্রী পীযূষ পান্ডেজী তাঁর সৃজনশীলতার জন্য সমাদৃত ছিলেন। বিজ্ঞাপন ও যোগাযোগ জগতে তাঁর অসামান্য অবদান রয়েছে। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে যে যোগাযোগ ছিল, তা আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তাঁর প্রয়াণে আমি শোকাহত। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি”!
Shri Piyush Pandey Ji was admired for his creativity. He made a monumental contribution to the world of advertising and communications. I will fondly cherish our interactions over the years. Saddened by his passing away. My thoughts are with his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) October 24, 2025


