প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের রায়পুরে সড়ক দুর্ঘটনায় জীবনহানিতে শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকট আত্মীয়ের জন্য এককালীন ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০,০০০ হাজার টাকা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স বার্তায় বলা হয়েছে ;
“ছত্তিশগড়ের রায়পুরে সড়ক দুর্ঘটনায় জীবনহানিতে আমি অত্যন্ত মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকট আত্মীয়ের জন্য এককালীন ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতরা পাবেন ৫০,০০০ হাজার টাকা : প্রধানমন্ত্রী @narendramodi”
Deeply saddened by the loss of lives due to a road accident in Raipur, Chhattisgarh. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.
— PMO India (@PMOIndia) May 12, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be…


