প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের জালোরে সড়ক দূর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবার-পরিজন যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি পান সেই কামনা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক ট্যুইট বার্তায় বলা হয়েছে,
“রাজস্থানের জালোরে হওয়া সড়ক দূর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় মৃতদের পরিবার-পরিজনের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি। ঈশ্বর শোক ও দুঃখের এই সময়ে তাঁদের শক্তি দিন।”
राजस्थान के जालौर में हुई सड़क दुर्घटना अत्यंत दुखद है। इसमें जिन लोगों को जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। ईश्वर दुख की इस घड़ी में उन्हें संबल प्रदान करे: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 28, 2022


