টিভিএস মোটর কোম্পানির শ্রী বেণু শ্রীনিবাসন এবং শ্রী সুদর্শন ভেণু গতকাল নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। কচ্ছের সৌন্দর্য বর্ণনা করার অনুপম প্রচেষ্টা এবং মোটরসাইকেল আরোহীদের সেখানে যেতে উৎসাহিত করার জন্য শ্রী মোদী তাঁদের প্রশংসা করেছেন।
এক্স-এ টিভিএস মোটর কোম্পানির একটি পোস্টের জবাবে শ্রী মোদী বলেছেন:
“শ্রী বেণু শ্রীনিবাসন জি এবং শ্রী সুদর্শন ভেণুর সঙ্গে দেখা করতে পেরে খুশি হলাম। কচ্ছের সৌন্দর্য বর্ণনা করার প্রচেষ্টা এবং মোটরসাইকেল আরোহীদের সেখানে যেতে উৎসাহিত করার জন্য আমি তাঁদের প্রশংসা করি।”
Glad to have met Shri Venu Srinivasan Ji and Mr. Sudarshan Venu. I commend them for the effort to chronicle the beauty of Kutch and also encourage motorcyclists to go there. https://t.co/tJr1xI0YpF
— Narendra Modi (@narendramodi) July 20, 2025


