প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চিনের হ্যাংঝাউ-এ এশিয়ান প্যারা গেমস, ২০২২-এ পুরুষদের টেবিল টেনিস – ক্লাস ১ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য সন্দীপ ডাঙ্গিকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন:
“সাবাশ, সন্দীপ ডাঙ্গি, পুরুষদের টেবিল টেনিস – ক্লাস ১ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য। তাঁর অনন্যসাধারণ দক্ষতা ও নিষ্ঠা আমাদের দেশকে এই সম্মান এনে দিয়েছে। তাঁর এই সাফল্যে ভারত আনন্দিত।”
Well done Sandeep Dangi for securing the Bronze Medal in Table Tennis Men's Singles - Class 1 event. His exceptional skill and dedication have brought honor to our nation. India rejoices in this success. pic.twitter.com/UDb7iaL3AT
— Narendra Modi (@narendramodi) October 25, 2023



