Diversity of India is its identity as well as its strength: PM Modi
Ek Bharat, Shrestha Bharat would enable the coming generations to understand the diversity of different states and their cultures: PM

রবিবার রাজধানীতে উগাড়ি মিলনোৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী। বৈচিত্র্যের মধ্যেই যে ভারতের প্রকৃত পরিচয় তথা শক্তি নিহিত রয়েছে -একথাউল্লেখ করেন তিনি তাঁর বক্তব্য উপস্থাপনকালে। অনুষ্ঠানটি আয়োজিত হয় তথ্য ওসম্প্রচার তথা নগরোন্নয়ন ও শহরাঞ্চলের দারিদ্র্য দূরীকরণ দপ্তরের কেন্দ্রীয়মন্ত্রী শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু’র বাসভবনে।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে প্রধানমন্ত্রী বলেন,উৎসব ও আনন্দ অনুষ্ঠান হ’ল প্রকৃতির পালাবদলের এক বাস্তব প্রতিফলন, যাঅঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির উল্লেখ করে শ্রী মোদী বলেন, এর মধ্য দিয়ে আগামীপ্রজন্ম বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাকে উপলব্ধি করতে পারবে। এর ফলে,ঐক্য ও অভিন্নতার অনুভূতির মধ্য দিয়ে উত্তরণ ঘটবে সকল ভারতবাসীর। বিভিন্ন রাজ্যকেপরস্পরের সঙ্গে সহযোগিতারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি রাজ্যদেশের অন্যান্য অঞ্চলে এইভাবেই তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে পারে।

‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচি প্রসঙ্গে শ্রী মোদী হরিয়ানা ও তেলেঙ্গানারমধ্যে স্বাক্ষরিত চুক্তিটির কথা তুলে ধরেন। এই চুক্তি যে চলচ্চিত্র উৎসব,রন্ধনশৈলী, ভাষা এবং খেলোয়াড়দের বিনিময় সফরের সুযোগ আরও সম্প্রসারিত করবে, সেব্যাপারে তাঁর আশার কথাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী । নীতি রচয়িতা এবং বিধায়ক তথা সাংসদরাওযে এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন, সেকথারও উল্লেখ করেন তিনি। 

‘জটায়ু মোক্ষম’ সাংস্কৃতিক পরিবেশনাটির ভুয়সী প্রশংসা করেন শ্রী নরেন্দ্রমোদী। তিনি বলেন, জটায়ুর সংগ্রাম সন্ত্রাস ও সন্ত্রাসবাদের মোকাবিলায় আমাদেরপ্রেরণা যোগায়। কারণ, এই বিষয়টি বর্তমানে সমগ্র মানবসমাজের কাছে এক বড় চ্যালেঞ্জহয়ে দাঁড়িয়েছে।

সম্মেলনে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে শ্রী ভেঙ্কাইয়া নাইডু বলেন,ভারতীয় বর্ষপঞ্জী অনুযায়ী উগাড়ি হ’ল এক নতুন বছরের সূচনা। মাসের বিভিন্ন দিনেভারতের প্রায় সর্বত্রই এই উৎসবটি পালন করা হয়। তিনি জানান, উগাড়ি পাছাড়ি হ’ল ছটিভিন্ন ভিন্ন রুচির সমন্বয়। যার মধ্যে রয়েছে – অম্ল, মধুর, তিক্ত, কষায়, লবণাক্তএবং গুরুপাক । এর প্রত্যেকটি আমাদের এক একটি আবেগ ও অনুভূতি যেমন – হর্ষ, বিষাদ, বিরক্তি,ক্রোধ, ভীতি ও বিস্ময়’কে চিহ্নিত করে। সভ্যতার বিবর্তনের মধ্য দিয়ে ভারতীয়সংস্কৃতি এক অভিনবত্ব লাভ করেছে। কারণ,আমাদের প্রত্যেকটি উৎসব ও ঐতিহ্যে বিজ্ঞানের উপস্থিতি আমরা উপলব্ধি করি।

নতুন বছরটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সমগ্র জাতিরকাছে সমৃদ্ধি ও অগ্রগতির সূচনা করবে একথাও উল্লেখ করেন শ্রী ভেঙ্কাইয়া নাইডু।

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's new FTA playbook looks beyond trade and tariffs to investment ties

Media Coverage

India's new FTA playbook looks beyond trade and tariffs to investment ties
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM to inaugurate 28th Conference of Speakers and Presiding Officers of the Commonwealth on 15th January
January 14, 2026

Prime Minister Shri Narendra Modi will inaugurate the 28th Conference of Speakers and Presiding Officers of the Commonwealth (CSPOC) on 15th January 2026 at 10:30 AM at the Central Hall of Samvidhan Sadan, Parliament House Complex, New Delhi. Prime Minister will also address the gathering on the occasion.

The Conference will be chaired by the Speaker of the Lok Sabha, Shri Om Birla and will be attended by 61 Speakers and Presiding Officers of 42 Commonwealth countries and 4 semi-autonomous parliaments from different parts of the world.

The Conference will deliberate on a wide range of contemporary parliamentary issues, including the role of Speakers and Presiding Officers in maintaining strong democratic institutions, the use of artificial intelligence in parliamentary functioning, the impact of social media on Members of Parliament, innovative strategies to enhance public understanding of Parliament and citizen participation beyond voting, among others.