QuotePRAGATI: PM Modi reviews progress towards handling and resolution of grievances related to Railways
QuotePRAGATI: PM calls for strictest possible action against Railway officials found guilty of corruption
QuotePRAGATI: PM Modi reviews the progress of vital infrastructure projects in the railway, road and power sectors
QuoteMission Indradhanush: PM asks for targeted attention in strict timeframes for the 100 worst performing districts

প্রযুক্তি পরিচালিত ‘প্রগতি’রমঞ্চে আজ অষ্টাদশ পর্বের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হলেন প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী। এদিনের আলোচনায় নেতৃত্ব দেন স্বয়ং প্রধানমন্ত্রীই।

ভারতীয়রেল সম্পর্কে বিভিন্ন অভিযোগ এবং তা নিরসনের ক্ষেত্রে অগ্রগতির বিষয়টি তিনিপর্যালোচনা করেন ‘প্রগতি’র মঞ্চে। রেল কর্মীদের দুর্নীতি সম্পর্কে প্রচুর অভিযোগজমা পড়ায় প্রকৃত দোষী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি গ্রহণের নির্দেশ দেনপ্রধানমন্ত্রী। সমস্তরকম ক্ষোভ ও অনুসন্ধানের জন্য এক অভিন্ন টেলিফোন নম্বরেরব্যবস্থা করার জন্যও তিনি পরামর্শ দেন রেল কর্তৃপক্ষকে। দুর্ঘটনাজনিত পরিস্থিতিতেহেল্পলাইনের কাজেও এই অভিন্ন নম্বরের ব্যবস্থা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

|



মহারাষ্ট্র,মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ,উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড সহ কয়েকটিরাজ্যের গুরুত্বপূর্ণ রেল, সড়ক এবং বিদ্যুৎ পরিকাঠামো ক্ষেত্রের অগ্রগতির বিষয়টিওএদিন খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। মুম্বাই মেট্রো, তিরুপতি-চেন্নাই মহাসড়ক,উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মণিপুরের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সড়ক প্রকল্প এবং জম্মুও কাশ্মীরের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সংবহন লাইনের কাজকর্মের অগ্রগতিও ছিলপ্রধানমন্ত্রীর পর্যালোচনা সূচির অন্তর্ভুক্ত। উত্তর-পূর্ব ভারতে বিদ্যুতের যোগানপরিস্থিতিও বিশেষভাবে খতিয়ে দেখেন তিনি।

শিশুদেরসার্বজনীন টিকাকরণ কর্মসূচি, ‘মিশন ইন্দ্রধনুষ’-এর অগ্রগতি পর্যালোচনাকালে দেশেরযে ১১টি জেলায় এই কর্মসূচির রূপায়ণ তুলনামূলকভাবে অনেক কম, সেগুলির দিকে বিশেষ নজরদেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে এইকাজ সম্পূর্ণ করার লক্ষ্যে এবং কোন শিশুই যাতে টিকাকরণ কর্মসূচি থেকে বাদ না পড়েতা নিশ্চিত করতে এনসিসি ও নেহরু যুব কেন্দ্রের মতো যুব সংগঠনগুলিকেও এই কাজেরসঙ্গে যুক্ত করা প্রয়োজন।

|

 

স্বচ্ছতাসম্পর্কিত কার্যসূচিগুলির রূপায়ণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বচ্ছতা পক্ষ’উদযাপনের মতো বিষয়গুলিকে স্থায়ী সমাধানের লক্ষ্যে জন-আন্দোলনের রূপ দেওয়া প্রয়োজন।‘অম্রুত’ মিশনের কাজকর্ম পর্যালোচনাকালে এলইডি বাল্বের মতো আধুনিকতম প্রযুক্তির সাহায্যেঅর্জিত সাফল্যকে বহুগুণে বাড়িয়ে তোলার ওপর জোর দেন তিনি। এই কাজের সাফল্য যাতেউচ্চ প্রশংসিত হয়, তা নিশ্চিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতার৭৫তম বার্ষিকী অর্থাৎ, আগামী ২০২২ সালের মধ্যে দেশের সার্বিক রূপান্তরের লক্ষ্যেসুসংবদ্ধ পরিকল্পনা ও পরামর্শ নিয়ে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানানসকল কেন্দ্রীয় সচিব এবং বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের। মহাত্মা গান্ধীর সার্ধ শতজন্মবার্ষিকী, ২০১৯-এর আগেই পরিচ্ছন্নতা রক্ষার কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোরদেন তিনি।

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
India’s economic churn and the nectar of growth

Media Coverage

India’s economic churn and the nectar of growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 1 সেপ্টেম্বর 2025
September 01, 2025

PM Modi's Momentum India's 2025 Leap in Economy, Innovation, and Global Power