Quote“দেশের জ্ঞান যখন লোপ পায় তখন সাধু-সন্তরা সারা দেশের চেতনা ফিরিয়ে আনেন”
Quote“মন্দির ও মঠগুলি দেশের কঠিন সময়েও সংস্কৃতি ও জ্ঞানের ধারা অব্যাহত রাখে”
Quote“ভগবান বাসবেশ্বর আমাদের সমাজে যে শক্তি প্রদান করেছেন এবং গণতন্ত্রের আদর্শ যে নীতি, শিক্ষা ও সাম্য তা এখনও ভারতবর্ষের অন্যতম ভিত্তি”

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মাইসুরুতে আজ শ্রী সুত্তুর মঠের এক অনুষ্ঠানে অংশ নেন। এইচ এইচ জগদগুরু শ্রী শিবরাত্রি দেশিকেন্দ্রা মহাস্বামীজি, শ্রী সিদ্ধেশ্বর স্বামীজি, কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী শ্রী বাসব রাজ বোম্মাই ও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাষণে প্রধানমন্ত্রী ভগবান চামুণ্ডেশ্বরীকে নতমস্তকে প্রণাম জানিয়ে মঠে সাধু-সন্তদের মধ্যে উপস্থিত থাকতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী সুত্তুর মঠের ধর্মীয় রীতি-নীতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। প্রধানমন্ত্রী সিদ্ধেশ্বর স্বামীজির নারদ ভক্তিসূত্র এবং পতঞ্জলি যোগসূত্র জনগণের উদ্দেশে উৎসর্গ করেন। তিনি বলেন, শ্রী সিদ্ধেশ্বর স্বামীজি প্রাচীন ভারতের ‘শ্রুতি’ পরম্পরার বাহক।

প্রধানমন্ত্রী বলেন, জ্ঞানের সঙ্গে চেতনার মেলবন্ধন ঘটিয়েছেন সাধু-সন্তরা। ভারত বিভিন্ন ঝড়-ঝঞ্ঝার সম্মুখীন হলেও তাঁদের দেখানো পথ অনুসরণ করে তা থেকে মুক্তি ঘটেছে। শ্রী মোদী বলেন, মন্দির ও মঠগুলি এই কঠিন সময়েও দেশের জ্ঞান ও সংস্কৃতির ধারা অব্যাহত রেখেছে।

প্রধানমন্ত্রী বলেন, কেবলমাত্র গবেষণার ওপর ভিত্তি করে সত্য প্রতিষ্ঠিত হয় না, সেবা ও দানের ওপর তা নির্ভর করে। শ্রী সুত্তুর মঠ এবং জে এস এস মহাবিদ্যাপীঠ এর একটি অনন্য উদাহরণ। দক্ষিণ ভারতের ধর্মীয় রীতি-নীতির উল্লেখ করে শ্রী নরেন্দ্র মোদী বলেন, ভগবান বাসবেশ্বর আমাদের সমাজে যে শক্তি প্রদান করেছেন তা দেশের গণতন্ত্র, শিক্ষা ও সাম্যের অন্যতম ভিত্তি। তিনি লন্ডনে ভগবান বাসবেশ্বরের মূর্তি উৎসর্গ করার অনুষ্ঠানের কথাও স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি ভগবান বাসবেশ্বরের শিক্ষা ও ‘মাগনাকার্টা’-র মধ্যে তুলনা করি তবে দেখতে পাব বহু শতক আগেও সাম্যমূলক সমাজের স্বপ্ন দেখা হত। তিনি বলেন, সাধু-সন্তদের শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘সবকা প্রয়াস’ চালানোর যথার্থ সময় হচ্ছে ‘অমৃতকাল’।

প্রধানমন্ত্রী ভারতীয় সমাজের শিক্ষা সহ স্বাভাবিক ও জৈব স্থানের উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি এই ক্ষেত্রে এক অনন্য উদাহরণ। আমাদের দেশের প্রকৃতির অঙ্গ হিসেবে যে স্বাচ্ছন্দ্য গতি রয়েছে, তার সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যৎ প্রজন্মের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া উচিৎ। এজন্যই স্থানীয় ভাষায় পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। কোনও নাগরিক যেন দেশের ঐতিহ্য সম্পর্কে অজ্ঞাত না থাকেন তার জন্য সরকারের তরফে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। শ্রী নরেন্দ্র মোদী নারীশিক্ষা, পরিবেশ, জল সংরক্ষণ এবং স্বচ্ছ ভারত-এর মতো সরকারি কর্মসূচিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ভূমিকার উল্লেখ করেন। তিনি জৈব-কৃষির ওপরও গুরুত্ব দেন।

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
India greenlights Rs 62,000 crore Tejas Mark 1A deal; IAF to boost indigenous fleet with 97 fighter jets

Media Coverage

India greenlights Rs 62,000 crore Tejas Mark 1A deal; IAF to boost indigenous fleet with 97 fighter jets
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays tributes to former PM Rajiv Gandhi on his birth anniversary
August 20, 2025

The Prime Minister, Shri Narendra Modi paid tributes to former Prime Minister, Rajiv Gandhi on his birth anniversary.

The Prime Minister posted on X;

“On his birth anniversary today, my tributes to former Prime Minister Shri Rajiv Gandhi Ji.”